‘বিশ্বের যে কোনও খেলোয়াড়ই বলবে যে PSL সবথেকে কঠিন’, IPL-কে ঠুকলেন রিজওয়ান
আইপিএল নয়, বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ হল পিএসএল। এমনই দাবি করলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ রিজওয়ান। তাঁর দাবি, যে ক্রিকেটাররা পিএসএল খেলে যান, তাঁরা নিশ্চিতভাবে স্বীকার করবেন যে পাকিস্তানের টি-টোয়েন্টি লিগই বিশ্বের সবথেকে কঠিন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট লিগের (পিএসএল) অষ্টম সংস্করণের ড্রাফটের আয়োজন করা হয়। সেখানে হাজির ছিলেন মুলতান সুলতানের অধিনায়ক রিজওয়ান। যে পাকিস্তানি তারকা খেলোয়াড়ের নেতৃত্বে ২০২১ সালে পিএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুলতান। সেই অনুষ্ঠানেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পিএসএলের তুলনা করেন রিজওয়ান। এগিয়ে রাখেন নিজের দেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগকে।
রিজওয়ান বলেন, ‘আমরা জানি যে পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। (টুর্নামেন্ট) শুরুর দিকে চর্চা চলছিল যে পিএসএল সফল হবে কিনা। কিন্তু এখন খেলোয়াড় হিসেবে নিজেদেরই মনে হয় যে বিশ্বের মঞ্চে পুরো কাঁপিয়ে দিচ্ছে পিএসএল। আমরা বলি যে আইপিএল আছে। কিন্তু এই সময় বিশ্বের বিভিন্ন প্রান্তের যে খেলোয়াড়রা পিএসএলে খেলেন, তাঁদের যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে তাঁরা বলবেন যে পাকিস্তানের লিগই দুনিয়ার সবথেকে কঠিন (টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ)।’
আরও পড়ুন: PSL 2023: বাবরের দলে নিশাম, রিজওয়ানের সতীর্থ মিলার, ড্রাফটের পরে কেমন হল পিএসএলের ৬টি দলের পূর্ণাঙ্গ স্কোয়াড?
সেখানেই পিএসএলের প্রশংসা করতে থামেননি রিজওয়ান। বরং পাকিস্তানের তারকা দাবি করেন, বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলা হয় পিএসএলে। তাই যে খেলোয়াড়রা পিএসএলের দলগুলির রিজার্ভে থাকেন, তাঁরা নিজেদের দেশের প্রথম একাদশেও সুযোগ পান না। রিজওয়ান বলেন, ‘যাঁরা এখানে বেঞ্চে ঠাঁই পান (প্রথম একাদশে জায়গা পান না এবং মাঠের বাইরে থাকেন), তাঁদের আন্তর্জাতিক ম্যাচেও বেঞ্চে বসতে হয়। পাকিস্তানের হাতে যে এত বিকল্প আছে, সেটায় পিএসএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান আছে।’
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে ODI-এ ভালো খেলেও IPL নিলামে নেই মেহেদি, বাদ কেদার যাদব, গাপ্তিলও
এমনিতে ধারেভারে পিএসএলের থেকে অনেক এগিয়ে আইপিএল। যে টুর্নামেন্টের পুরস্কারমূল্য বেশি। সাধারণত খেলোয়াড়রাও অনেক বেশি টাকা পান। তবে আইপিএল শুরু হওয়ার পর ভারত একবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ না জেতায় অনেক ক্ষেত্রেই পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড়রা খোঁচা দেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে যাওয়ার পর আইপিএল নিয়ে কটাক্ষ করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রামিজ রাজা। যদিও পিএসএল শুরুর পর থেকে পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি।
For all the latest Sports News Click Here