সত্যজিৎকে সইম সাদিকের শ্রদ্ধার্ঘ্য, ‘জয়ল্যান্ড’-এ ধরা পড়বে এক টুকরো ‘চারুলতা’
পাকিস্তানি পরিচালক সইম সাদিকের ছবি ‘জয়ল্যান্ড’কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তানে। পাকিস্তানে নিষিদ্ধ হলেও ভারতে সেই ছবি দেখতে কিন্তু কোনও বাঁধা নেই। এবার সেই ছবি দেখা যাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আর সেই বিষয়ে সাদিক টাইমস অব ইন্ডিয়াকে জানান পাকিস্তানের তরফে তাঁর ছবি যে অস্কারের জন্য মনোনীত হয়েছে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হিসেবে সেটাকে তিনি উৎসর্গ করলেন সত্যজিৎ রায়ের ছবি ‘চারুলতা’কে।
সাদিক এর আগে কখনও কলকাতা আসেননি, কিন্তু তাঁর ছবি পৌঁছে গিয়েছে শহরে। আগামী ১৮ তারিখ, অর্থাৎ ১৮ ডিসেম্বর এই ছবিটি নজরুল তীর্থে দেখানো হবে, এবং তারপর ২০ ডিসেম্বর নন্দনে দেখানো হবে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখাতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছেন তিনি। পাকিস্তান থেকেই তিনি একটি সাক্ষাৎকারে জানান, ‘আমরা যে উৎসবেই যাই না কেন সেটা আমাদের কাছে অত্যন্ত সম্মানের। আর সেটা যদি কোনও ভারতীয় চলচ্চিত্র উৎসব হয় তাহলে তো কোনও কথাই নেই।’
তিনি বলেন, ‘আমি মনে করি ভারতীয়রা কোনও ছবিকে, তাঁর বিষয়কে অনেক গভীরভাবে উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন। এর আগে ধর্মশালাতে যখন ছবিটি দেখানো হয় তখনই সেটা বুঝেছিলাম। আমরা সেখান থেকে যে প্রতিক্রিয়া পেয়েছিলাম সেটা ভীষণই উৎসাহ দিয়েছিল। খুব ভালো লেগেছিল। সবার থেকে এত ভালো ফিডব্যাক পেয়ে মনে হয়েছিল যেন ছবিটা লাহোর বা করাচির কোথাও দেখানো হচ্ছে।’
তবে কলকাতা না এলেও সাদিক কিন্তু বাংলা ছবির বিষয়ে যথেষ্ট খবরাখবর রাখেন। তিনি বলেন, ‘আমি সত্যজিৎ রায়ের ভীষণ বড় ভক্ত। কেউ যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে একটা জায়গায় সত্যজিৎ রায়ের চারুলতাকে শ্রদ্ধা জানানো হয়েছে। জয়ল্যান্ড ছবিতে একটি মেয়েকে দূরবীন হাতে দেখা যাবে।’
তিনি নিজের ছবির বিষয়ে বলেন, ‘এই ছবি পিতৃতন্ত্রকে প্রশ্ন করবে। যাঁরা পুরুষতান্ত্রিক সমাজের শিকার তাঁদের দিকটা এই ছবিতে তুলে ধরা হয়েছে তাঁরা এই ছবির সঙ্গে নিজেদের মেলাতে পারবেন।’ শুধু কোনও চলচ্চিত্র উৎসব নয়, তিনি চান এই ছবি ভারতে মুক্তি পাক। সেই বিষয়ে যে তিনি চেষ্টা চালাচ্ছেন সেই কথাও জানান।
For all the latest entertainment News Click Here