‘বেশরম রং’ বিতর্ক, শাহরুখের হয়ে মুখ খুললেন ‘রইস’ পরিচালক রাহুল ধোলাকিয়া
‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’ নিয়ে চলছে তুমুল চর্চা। উঠেছে বয়কটের ডাক। এ বিষয় ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের মঞ্চে মুখ খুলেছেন অভিনেতা শাহরুখ খান। এবার ‘বেশরম রং’ মুক্তির পর যে বয়কটের ডাক উঠেছে তা নিয়ে মুখ খুললেন ‘রইস’ পরিচালক রাহুল ধোলাকিয়া।
পরিচালক রাহুলের সটান মন্তব্য, এ সব ‘অশিক্ষা’র ছাপ। টুইট করে রাহুল লিখেছেন, ‘শাহরুখ ভারতীয় বিনোদনের মুখ। ইন্ডাস্ট্রির জন্য এত কিছু করেছেন, দেশবাসীর তো তাঁকে নিয়ে গর্বিত হওয়া উচিত। তার বদলে ঘৃণায় ভরিয়ে দেওয়া হচ্ছে তাঁকে! এত অকৃতজ্ঞ মানুষ? এটা এখনই বন্ধ হওয়া দরকার। সবাই একজোট হয়ে ঘৃণার প্রচারক সেই ধর্মান্ধদের মূর্খামির বিরুদ্ধে রুখে দাঁড়ান।’
আরও পড়ুন: পায়েস-বিরিয়ানি ভালোবাসা, জন্মদিনের কেক কেটে আবেগঘন পোস্ট করলেন স্বস্তিকা
পরিচালক রাহুল ধোলাকিয়া টুইটে আরও দাবি করেন, অনেক দিন ধরেই বিভিন্ন ভাবে শাহরুখের উপর আক্রমণ চলছে, মৌলবাদীদের হেনস্থার শিকার হচ্ছেন তিনি। তা একেবারেই অনুচিত বলে মনে করেন পরিচালক। রাহুলের টুইটকে অনেকেই সমর্থন জানিয়েছেন।
পাঠান বয়কটের ডাক ওঠা নিয়ে গত ১৫ ডিসেম্বর কিফের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে প্রথম মুখ খুলেছেন শাহরুখ খান। তিনি বলেছেন, ‘সোশ্যাল মিডিয়া কখনও কখনও ক্ষুদ্র মানসিকতার দ্বারা পরিচালিত হয়। এটি মানুষকে তাঁর অনৈতিকতার মধ্যে আটকে রাখে। কোথায় একটা পড়েছি, নেগেটিভিটির কারণে সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ বাড়ছে। এই ধরনের মানসিকতা অনেকের মধ্যে একসঙ্গে বিভেদের এবং ধ্বংসের মানসিকতাকে বাড়াচ্ছে।’
প্রসঙ্গত, এ দিন নাম না করে নিন্দুকদের জবাব দিয়েছেন শাহরুখ। তিনি নিজে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের মঞ্চে একথা মনে করিয়ে দিয়ে শাহরুখ বলেছেন, এখানকার মতো আতিথেয়তা অন্য কোথাও মেলা দুষ্কর। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ‘পাঠান’ ছবির ভাইরাল সংলাপও এদিন শুনিয়েছেন বাদশা। কন্ঠস্বর বদলে মাইক্রোফোন আরও কাছে টেনে বলেছেন, ‘আপনি কুর্সি কি পেটি বাঁধ লো, মওসম বিগড়নেওয়ালা হ্যায়’।
For all the latest entertainment News Click Here