KIFF-এর মঞ্চে শাহরুখের বাংলায় মুগ্ধ হল গোটা বাংলা, ‘সত্যি বলছি!’
২৮তম কলকাতা আন্তর্জাতিক ছবি উৎসব জুড়ে কেবলই শাহরুখ ম্যাজিক। তিনি এলেন, দেখলেন আর জয় করলেন! অনুষ্ঠান শুরু হওয়ার পর এসে পৌঁছান কিং খান। কিন্তু হলে কী হবে, তিনিই যে শো স্টপার, সেটা বুঝতে বা মানতে কারওরই অসুবিধা হয় না।
শাহরুখ জন্মেছেন দিল্লিতে, তাঁর কর্মস্থল মুম্বই তবুও কলকাতার প্রতি এক অদ্ভূত টান আছে বাদশার। তিনি অবশ্য বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডারও। গত দু’বছর করোনার কারণে সশরীরে হাজির হতে পারেননি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তবে এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁর উপস্থিতি ছাপিয়ে গেল সকলকে।
এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে গোটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলার অ্যাম্বাসেডর শাহরুখ খান থেকে বাংলার জামাই অমিতাভ বচ্চন, কুমার শানু, অরিজিৎ সিং, সৌরভ গঙ্গোপাধ্যায়, রানি মুখোপাধ্যায় কে উপস্থিত ছিলেন না! তবে দর্শকরা কার বক্তব্যের জন্য অপেক্ষা করে রয়েছেন সেটা উপস্থিত সকলেই বেশ ভালো মতোই বুঝতে পারছিলেন । আর তাই যখন সেই কিং খান মঞ্চে বক্তব্য রাখতে উঠে এলেন গোটা স্টেডিয়াম উচ্ছ্বাসে ফেটে পড়ে।
সাদা শার্ট এবং কালো স্যুটে বাদশাহ সকলের নজর কাড়েন। ডায়াসে এসে দাঁড়াতেই সকলে হাততালি দিয়ে উঠেন।
কিন্তু যেটা সব থেকে নজর কাড়ে সেটা হল বাদশাহর বাংলা স্ক্রিপ্ট! তিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলেন যে তিনি বাংলায় এলে বাংলাতেই কথা বলবেন। অভিনেতার কথায়, ‘কাউকে না পেয়ে রানিকে ধরেই, ওকে পটিয়ে, বুঝিয়ে স্ক্রিপ্ট লিখিয়েছি বাংলায়। তাই যদি ভালো পড়ি আমার প্রসংশা করবেন, আর খারাপ হলে ওকে ধরবেন।’ শাহরুখের এই কথায় সকলেই হেসে ফেলেন। তারপর তিনি আবার বলতে শুরু করেন, ‘কলকাতায় এসে খুব ভালো লাগছে, আমার প্রিয়, সুন্দর রানিকে দেখে খুব খুশি আমি। মমতা বন্দ্যোপাধ্যায় দিদি, কুমার শানু, ভাট সাহেব, অমিতাভ জি সকলকে দেখেই খুব খুশি। আমি এখানে প্রায় দুই বছর আসিনি। কিন্তু আপনাদের সবাইকে দেখে সব থেকে বেশি খুশি হলাম, সত্যি বলছি।’
দেবদাসের পারোকে যেভাবে তিনি ‘সত্যি বলছি!’ বলতেন, সেই এক টোনেই তাঁকে এবারেও ‘সত্যি বলছি’ বলতে শোনা যায়। তাঁর বক্তব্য এক ঝলকের জন্যেও হলেও সেই কালজয়ী ছবির কথা দর্শকদের মনে করাবেই। অভিনেতা এরপর বলেন, ‘কলকাতার রাষ্ট্রদূত বলে বলছেন এমনটা নয়, কলকাতায় এসে তিনি যে ভালোবাসা পান সেটা আর অন্য কোথাও পান না। এটা ভালোবাসার শহর।’
অভিনেতাকে এদিনের এই গোটা বক্তব্যটার অধিকাংশই বাংলায় বলতে শোনা যায়। ফলে রানি মুখোপাধ্যায়ের লেখা স্ক্রিপ্ট এবং তাঁর বলা দুই দারুন নম্বর পেয়ে যে পাশ করে গিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।
মঞ্চে শাহরুখকে দেখে দর্শকাসন থেকে লাগাতার অনুরোধ আসতে থাকে ‘একটা ডায়লগ’ বলার। দর্শক থেকে অতিথি কাউকেই হতাশ করলেন না শাহরুখ। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ‘পাঠান’ ছবির ভাইরাল সংলাপ এদিন শোনালেন বাদশা। কন্ঠস্বর বদলে গমগমে কণ্ঠস্বরে বলে উঠলেন, ‘আপনি কুর্সি কি পেটি বাঁধ লো, মওসম বিগড়নেওয়ালা হ্যায়’। সঙ্গে সঙ্গে করতালিতে ফেটে পড়ল গোটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।
আর বক্তব্য শেষ করেন তাঁর ছবির সেই বিশেষ ডায়লগ, ‘জিন্দা হ্যায়!’
For all the latest entertainment News Click Here