ICC Ranking: মুনিকে টপকে শীর্ষে অজি তারকা, বিশ্বব়্যাঙ্কিংয়ে লাফ দিলেন শেফালি
ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ২টি টি-২০ ম্যাচে অপরাজিত ৪০ ও অপরাজিত ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পুরস্কার পেলেন তালিয়া ম্যাকগ্রা। আইসিসির এক নম্বর টি-২০ ব্যাটারে পরিণত হলেন অজি তারকা।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সাম্প্রতিক ব়্যাঙ্কিং তালিকায় জাতীয় দলের সতীর্থ বেথ মুনিকে পিছনে ফেলে দেন তালিয়া। মুনি এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে চলে আসেন।
আইসিসির মহিলা টি-২০ ব্যাটারদের প্রথম দশে তিনজন ভারতীয় তারকা রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি ম্যাচে যথাক্রমে ২৮ ও ৭৯ রান করা স্মৃতি মন্ধনা অবস্থান করছেন ব়্যাঙ্কিং তালিকার তিন নম্বরে। শেফালি বর্মা এক ধাপ উঠে ৬ নম্বরে চলে এসেছেন। তিনি পিছনে ফেলে দেন সুজি বেটসকে। নয় নম্বরে জায়গা ধরে রেখেছেন জেমিমা রডরিগেজ।
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
ব্যাটারদের তালিকার ১৫ নম্বরে রয়েছেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর। ৩৩ নম্বরে অবস্থান করছেন দীপ্তি শর্মা। রিচা ঘোষ রয়েছেন ৪৪ নম্বরে।
বোলারদের তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন দুই ভারতীয় তারকা দীপ্তি শর্মা ও রেনুকা সিং ঠাকুর। এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের সোফি একলেস্টোন। দ্বিতীয় স্থানে অবস্থান করছেন সারা গ্লেন। ভারতের স্নেহ রানা প্রথম দশের বাইরে ছিটকে গিয়েছেন। তিনি ১ ধাপ পিছিয়ে ১১ নম্বরে অবস্থান করছেন। রাজেশ্বরী গায়কোয়াড় রয়েছেন ২২ নম্বরে।
বাংলা বনাম উত্তরপ্রদেশ রঞ্জি ট্রফি ম্যাচের দ্বিতীয় দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
মেয়েদের টি-২০ অল-রাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা ধরে রেখেছেন ভারতের দীপ্তি শর্মা। শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইন। তালিয়া ম্যাকগ্রা অল-রাউন্ডারদের তালিকাতেও প্রথম দশে ঢুকে পড়েছেন। তিনি অবস্থান করছেন ১০ নম্বরে।
For all the latest Sports News Click Here