ও এখনও ব্যাটিং কোচ?- রিজওয়ানের ফর্ম নিয়ে ইউসুফের মন্তব্যকে একহাত নিলেন আফ্রিদি
শুভব্রত মুখার্জি: সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে মহম্মদ রিজওয়ানের ব্যাটিং ফর্ম নিয়ে, প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানের ব্যাটিং কোচ মহম্মদ ইউসুফকে। যার জবাবে দায়সারা গোছের উত্তর দিয়েছিলেন মহম্মদ ইউসুফ। এবার সেই পরিপ্রেক্ষিতেই কড়া মন্তব্য করলেন টি-২০ বিশ্বকাপজয়ী প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি। চাঁচাছোলা ভাষায় ইউসুফকে আক্রমণ করলেন তিনি। শাহিদ আফ্রিদির প্রশ্ন, ‘ও কি এখন ও দলের ব্যাটিং কোচ রয়েছে?’
আরও পড়ুন… বুড়ো হাড়ে ভেল্কি, টি২০-তে বড় নজির শোয়েব মালিকের, সামনে শুধু গেইল
মুলতানে ইংল্যান্ড বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে এক সাংবাদিক সম্মেলনে ইউসুফ বলেছিলেন, ‘আমি পিসিবির সঙ্গে যুক্ত হয়েছি বছর দুয়েক হল। দলের সঙ্গে আমি ৮-১০ মাস হল রয়েছি। এটা সত্যি যে একেক জন এক এক রকমভাবে পরিচালনা করে। আমি যেমন অন্য কারুর পরিচালনায় নাক গলাব না। তেমন আমিও চাই না অন্য কেউ আমার কাজে নাক গলাক। তাই আমি মনে করি এই প্রশ্নটা (মহম্মদ রিজওয়ানের ব্যাটিং ফর্ম) আমার এক্তিয়ারভুক্ত নয়।’
আরও পড়ুন… ICC পক্ষপাতদুষ্ট কারণ ভারতের থেকেই ওদের টাকা আসে, ফের হা হুতাশ রামিজ রাজার
প্রসঙ্গত সাদা বলের ফর্ম্যাটে মহম্মদ রিজওয়ান বেশ ভালো ফর্মে রয়েছেন। টি-২০ এবং ওয়ানডে ফর্ম্যাটে তিনি ভালো খেললেও টেস্টে একেবারেই ভালো ফর্মে নেই। টেস্ট শেষ ১০ ইনিংসে তাঁর ঝুলিতে রয়েছে মাত্র ২৩৬ রান। গত মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলার পরে আর সেভাবে টেস্টে রান পাননি মহম্মদ রিজওয়ান। এমন আবহে রিজওয়ানকে নিয়ে করা মহম্মদ ইউসুফের মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন আফ্রিদি। সামনা টিভিকে তিনি জানালেন, ‘ওখানে তো ও (ইউসুফ) এখনও ব্যাটিং কোচ আছে তাই না? তো স্বাভাবিকভাবেই ব্যাটার যখন পারফরম্যান্স করতে পারবে না তখন তো মহম্মদ ইউসুফকেই প্রশ্ন করা হবে তাই না?’
For all the latest Sports News Click Here