তিনবার পেয়েছেন জাতীয় পুরস্কার, বলুন তো কোন বলি-নায়কের ছোটবেলার ছবি এটা?
বলি-তারকাদের ছোটবেলার ছবি বরাবরই আকৃষ্ট করে আমজনতাকে। কার না ভালো লাগে, পছন্দের তারকার ছোটবেলাকে ফিরে দেখতে। বলুন তো সাদা-কালো ছবিতে থাকা এই বাচ্চাটা কে? ৯০-এর দশক থেকে বলিউডে কাজ করছেন। একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। অ্যাকশন থেকে রোম্যান্স, কমেডি– কাজ করেছেন সব ঘরনার ছবিতেই।
রইল আরও একটা বড় হিন্ট। সম্প্রতিই মুক্তি পেয়েছে এই হিরোর সিনেমা। যা বক্স অফিসে পেয়েছে অভূতপূর্ব সাফল্য। ২০০ কোটির ঘর পেরিয়েছে। ঠিকই ধরেছেন এই ছবি অজয় দেবগনেরই। ১৯৯১ সালে ফুল অউর কাঁটে দিয়ে বলি কেরিয়ার শুরু অজয়ের। এরপর জিগর (১৯৯২), বিজয়পথ (১৯৯৪), দিলওয়ালে (১৯৯৪)-র মতো ছবি উপহার দিয়েছেন। রাম গোপাল বার্মা প্রযোজিত মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের উপর সিনেমা কোম্পানি (২০০০)-তে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল খুবই।
গোলমাল, বোল বচ্চন, দে দে প্যায়ার দে-র মতো ছবিতে কমেডি মুডেও দেখা গিয়েছে অজয়কে। ২০০৮ সালে তিনি ইউ মি অউর হাম চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর পা রাখেন প্রযোজনাতেও।
তিনবার দাতীয় পুরস্কার পেয়েছেন অজয়। প্রথমবার ১৯৯৮ সালে ‘জখম’ সিনেমার জন্য। এরপর ‘২০০৮’ সালে লেজেন্ড অফ ভগত সিং-এর জন্য। ২০২০ সালে ‘তনহাজি’র জন্যও পান, যদিও তা প্রযোজক হিসেবে।
১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিয়ে হয় অজয়-কাজলের। প্রথম সন্তান মেয়ে নাইসার জন্ম ২০০৩ সালে. আর ছেলে যুগ হয় ২০১০ সালে।
আপাতত ‘দৃশ্যম ২’-র কারণে দুর্দান্ত সাফল্য পেয়েছেন অজয়। ইতিমধ্যেই ছবি ২০০ কোটির ঘর পেরিয়ে গিয়েছে।
For all the latest entertainment News Click Here