সিঁথিতে সিঁদুর,পরনে লাল শাড়ি! ১৪ বছরেই বিয়ে সেরে ফেলল ‘পটলকুমার’ হিয়া?
নিজের সারল্য, অভিনয় আর মিষ্টতা দিয়ে দর্শকদের মন দিতে নিয়েছিল ‘পটল কুমার গানওয়ালা’। স্টার জলসার এই সিরিয়ালের জনপ্রিয়তা এতটাই ছিল, যে হিন্দিতে রিমেকও হয়। কিন্তু পটল আর ছোট নেই, এখন রীতিমতো ‘হট’ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কিশোরী। এর জন্য নানান কটূক্তির শিকারও হতে হয় পটল মানে অভিনেত্রী হিয়া দে-কে।
সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ এই তরুণ শিল্পী। শনিবার মধ্যরাতে ইনস্টাগ্রামে নতুন বউয়ের বেশে সামনে এলেন হিয়া। সিঁথি রাঙানো সিঁদুরে, পরনে লাল শাড়ি, গা ভর্তি সোনার গয়না, মাথায় ঘোমটা- যেন বনেদি বাড়ির নতুন বউ। এই রূপে হিয়াকে চেনা দায়। অনুরাগীরা তো হতবাক এমন রূপ দেখে।
হু হু করে ভাইরাল হিয়ার এই ছবি। নেটিজেনের মনে প্রশ্ন, সদ্য টিনএজে পা রাখা মেয়েটা কি বিয়ে করে নিল? কেউ লিখেছেন, ‘পটল কবে বিয়ে করল?’ তো কেউ বলছেন,’নতুন কোনও সিরিয়াল নাকি? সব প্রশ্নের জবাব দিয়েছেন হিয়া নিজেই।
এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, ছবিটি নাকি দু-বছর আগে তোলা। আর সোশ্যাল মিডিয়া ইউজারদের মন্তব্য নিয়ে তিনি বললেন,’আমায় এমন সিঁদুর পরে দেখলেই লোকজন নানা মন্তব্য করেন। যাঁরা যা ভাবছেন ভাবুন। আমি কোনও মন্তব্যের উত্তর দিই না, পড়িও না।’
আপতত পড়াশোনা নিয়েই ব্যস্ত হিয়া, সবে ক্লাস সেভেনের গণ্ডি পার করেছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত কনটেন্ট বানান। ‘পটলকুমার গানওয়ালা’র পর ‘আলো ছায়া’, ‘ফেলনা’র মতো ধারাবাহিকেও কাজ করেছে হিয়া। তবে ‘পটলকুমার’-এর জনপ্রিয়তাকে ছুঁতে পারেনি। কিন্তু চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে এই বয়সেই প্রচণ্ড ‘চুজি’ হিয়া। পছন্দ না হলে কোনও চরিত্র করতে না রাজ তিনি। দিন কয়েক আগেই ধুমধাম করে নিজের ১৪তম জন্মদিন সেলিব্রেট করেছিলেন হিয়া। সেইসময়ও তাঁর থাই-স্লিট পোশাক নিয়ে কমচর্চা হয়নি।
গত বছরই শেষের দিকে মুক্তি পেয়েছে টলিউডের এই খুদে শিল্পীর ডেবিউ ছবি ‘নির্ভয়া’। ছবিতে গণধর্ষণের শিকার হওয়া এক অন্তঃসত্ত্বা কিশোরীর ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছে সে। ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন অংশুমান প্রত্যুষ। শুধু অভিনয় নয়, বড় হয়ে ক্যামেরার পিছনে কাজ করতে চায় হিয়া। উচ্চ মাধ্যমিকের পর ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করতে বিদেশে যেতে চায় বলে আগেই জানিয়েছে হিয়া।
For all the latest entertainment News Click Here