কেন শ্রেয়স আইয়ারকেই বিরাট কোহলির মতো হওয়ার পরামর্শ দিলেন দীনেশ কার্তিক?
ভারতীয় দলের তারকা উইকেট-রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক বিশ্বাস করেন যে ড্যাশিং ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার টিম ইন্ডিয়ার পরবর্তী বিরাট কোহলি হতে পারেন। দীনেশ কার্তিক বলেছেন যে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের ম্যাচ শেষ করার ক্ষমতা রয়েছে এবং তার আত্মবিশ্বাস বেড়েছে।
ক্রিকবাজের সঙ্গে কথা বলতে গিয়ে ৩৭ বছর বয়সী দীনেশ কার্তিক বলেছেন যে, ‘আমি মনে করি সাম্প্রতিক অতীতে তার পারফরম্যান্স দুর্দান্ত ছিল। তিনি এই বছরেই ৭০০ রান করেছেন এবং আপনি তাঁর আত্মবিশ্বাস দেখতে পাচ্ছেন। ওডিআই ক্রিকেট তাঁর খেলার সঙ্গে খুব ভালো মানায়।’
আরও পড়ুন… PAK vs ENG: অভিষেকেই ৫ উইকেট, তাও আবার টেস্টের প্রথম ২ ঘণ্টাতেই, দুর্দান্ত নজির পাক স্পিনারের
দীনেশ কার্তিক আরও বলেছেন, ‘আক্রমণের আগে সে স্বাচ্ছন্দ্যে কয়েকটি বল খেলতে পছন্দ করে। তিনি খুব ভালো স্পিন খেলেন এবং এখনকার দিনে, যখনই তিনি ব্যাট করতে নামেন, তাকে শর্ট-পিচ বোলিং দিয়ে পরীক্ষা করা হয়, তাই এখন সে খুব ভালো খেলছে।’
বুধবার ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় ইনিংসের ডুবন্ত নৌকাকে তুলে আনার চেষ্টা করেছিলেন শ্রেয়স আইয়ার। এ সময় আইয়ার ৯৭ বলে ৮২ রানের ইনিংস খেলেন। এর আগে ১০০ রানের আগেই টিম ইন্ডিয়ার ৬ উইকেট পড়ে গিয়েছিল। আইয়ার ছাড়াও অধিনায়ক রোহিত শর্মা ইনজুরিতে থাকা সত্ত্বেও ঝড়ো হাফ সেঞ্চুরি করেন। যদিও এই ম্যাচে টিম ইন্ডিয়াকে ৫ রানে হারের মুখে পড়তে হয়েছে।
আরও পড়ুন… জাতীয় নির্বাচক হওয়ার দৌড়ে নাম লেখালেন ২০৭ জন প্রাক্তন তারকা
দীনেশ কার্তিক বলেছিলেন যে আইয়ারকে বিরাট কোহলির মতো অবিরাম ভারতের হয়ে ম্যাচ শেষ করা উচিত। ভারতের উইকেটরক্ষক তথা ম্যাচ ফিনিশার ডিকে বলেন, ‘হ্যাঁ, তিনি কিছু শর্ট-পিচ বলের বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন কিন্তু আজকাল যখনই আপনি তাঁকে ব্যাট করতে দেখেন, মনে হয় যেন তিনি কোনও মিশনে আছেন। আর ম্যাচের শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকতে চান তিনি।’
শ্রেয়স আইয়ার এই বছর ১৬টি ওয়ানডেতে মোট ৭২০ রান করেছেন। এই বছর ভারতের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। দ্বিতীয় ওয়ানডেতে তিনি ৮২ ও ২৪ রান করেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক আরও বলেন, ‘যতদিন সে ব্যাটিং করছিল, বোলারদের ওপর আধিপত্য বিস্তার করত। কিন্তু আপনি যদি খেলোয়াড় হিসেবে নাম করতে চান, তাহলে আপনাকে বিরাট কোহলির মতো নাম করতে হবে। কোহলি গত কয়েক বছরে নিজের জন্য একটি নাম এবং জায়গা তৈরি করেছেন। এই ধরনের ম্যাচে আপনাকে ১২০-১৩০ অপরাজিত থাকতে হবে। এটা একটা বড় পার্থক্য।’
For all the latest Sports News Click Here