INDW vs AUSW: ইগো নয়, সবাইকে নিয়ে কাজ করতে চান অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যালিসা
শুক্রবার মুম্বইয়ে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে অস্ট্রেলিয়া মহিলা দল। হরমনপ্রীত কউরদের বিরুদ্ধে মোট পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অ্যালিসা হিলির অস্ট্রেলিয়া। তবে এই সফরে অস্থায়ী ক্যপ্টেন হয়ে এসেছেন অ্যালিসা। ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী মনে হল অজি অধিনায়ককে। ভারতের বিরুদ্ধে অভিযান শুরু করার আগে সাংবাদিক সম্মেলনে এসে অ্যালিসা বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারত কঠিন প্রতিপক্ষ। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ভালোভাবে দেখে নেওয়ার সুযোগ থাকবে এই সফরে।’
প্রথমবার অস্থায়ী অধিনায়ক হিসেবে ভারত সফরে এসেছেন অ্যালিসা। স্বাভাবিকভাবেই অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে চান তিনি। এই প্রসঙ্গে অজি অধিনায়ক বলেন, ‘আমার দলে সবাই সমান। আমি সবাইকে সমান গুরুত্ব দিয়ে থাকি। আমি যখন অধিনায়ক, দলে কারোর প্রতি কোনও অভিযোগ আমার নেই। সবাইকে সঙ্গে নিয়েই এই সিরিজ আমরা জিততে চাই। আমি ভারতের বিরুদ্ধে নামতে মুখিয়ে রয়েছি। গোটা দল এই সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী।’
আরও পড়ুন:- ‘দেশ আগে, IPL নয়’, রোহিতদের মনে করিয়ে দিলেন মদন লাল
২০১৮ সালে ভারত সফরে এসে প্রথম শতরানের মুখ দেখেছিলেন অ্যালিসা। ভদোদরার সেই ম্যাচের কথা এখনও মনে পড়ে অ্যালিসার। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৮ সিরিজের কথা আমার সবসময় মনে থাকবে। কারণ সেই সিরিজের তৃতীয় ম্যাচে প্রথম শতরান পেয়েছিলাম। কেরিয়ারে যতই ভালো ইনিংস আসুক না কেন, ওটা সারা জীবন মনে থাকবে। ব্যক্তিগতভাবে আমি নিজেও এই সিরিজে বড় রান করতে চাই। এখন সবটাই নির্ভর করছে ভাগ্যের উপর। তবে এই সিরিজ জিততে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে অনেকটা এগিয়ে যাব। ভারত ভালো দল। তাই সিরিজটা ভালো হবে।’
আরও পড়ুন:- IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে শামি-জাদেজার বদলি হতে পারেন কারা? মিলল ইঙ্গিত
একই সঙ্গে তিনি আরও বলেন, ‘এই ভারতীয় দলে রিচা ঘোষ এবং শেফালি বর্মার উপস্থিতি আমাকে ভাবাচ্ছে। কারণ এই মুহূর্তে ওরা দুর্দান্ত ফর্মে রয়েছে। আমরা প্রস্তুত আছি ওদেরকে রুখে দিতে। ভারতের বিরুদ্ধে প্রতিটি ম্যাচই নৈশালোক হবে। ফলের ডিউ ফ্যাক্টর একটা কাজ করতে পারে। কিন্তু তা নিয়ে আমরা মোটেও ভাবছি না। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি হিসেবে গোটা সিরিজটাকে কাজে লাগাতে চাই।’
For all the latest Sports News Click Here