নতুন BCCI সভাপতিও কোহলির পরামর্শে কান দিলেন না, ফের টেস্ট খেলা হবে ছোট কেন্দ্রে
ঘরের মাঠে বড় দলের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য অস্ট্রেলিয়া ৫টি টেস্ট কেন্দ্রকে চিহ্নিত করে রেখেছে। মেলবোর্ন, সিডনি, পারথ, ব্রিসবেন ও অ্যাডিলেডের বাইরে সচরাচর টেস্ট খেলতে দেখা যায় না অজিদের। একইরকমভাবে ইংল্যান্ড লর্ডস, ওভাল, ট্রেন্ট ব্রিজ, ওল্ড ট্র্যাফোর্ড, এজবাস্টন, সাউদাম্পটন ও হেডিংলে, এই সাতটি স্টেডিয়ামেই বড় টেস্ট সিরিজ সীমাবদ্ধ রাখে। তবে ভারতে অন্ততপক্ষে ১৫টি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ আয়োজিত হয়।
২০১৯ সালে বিরাট কোহলি স্পষ্ট জানিয়েছিলেন যে, ভারতে ৫টি প্রধান স্টেডিয়ামকে টেস্ট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা উচিত। তাতে হোম টিম এবং অ্যাওয়ে টিম, উভয়েরই সুবিধা হবে। আশা করেছিলেন সেই সময়কার নতুন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে নজর দেবেন। যদিও তার পরেও বদলায়নি ছবিটা।
সৌরভ বিসিসিআই সভাপতির দায়িত্ব নেওয়ার পরে ক্রিকেটের স্বাভাবিক ছন্দটাই নষ্ট হয়েছিল করোনার জন্য। তবে এখন পরিস্থিতি যখন স্বাভাবিক, তখন নতুন বিসিসিআই সভাপতি রজার বিনিও কোহলির মতামতকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না।
আরও পড়ুন:- জুটল না অস্ট্রেলিয়া টেস্ট, ইডেন পেল ভারত-শ্রীলঙ্কা ODI, আইপিএলের আগে ঘরের মাঠে ১৯টি ম্যাচের সূচি প্রকাশ করল BCCI
বিনি দায়িত্ব নেওয়ার পরে ভারত ঘরের মাঠে প্রথম টেস্ট খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। রোহিতদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজটি। তবে নতুন বছরের সেই হাই-ভোল্টেজ টেস্ট সিরিজের কেন্দ্র নির্বাচনের সময়েও পুরনো রোটেশন পলিশিকেই আঁকড়ে থাকে বিসিসিআই। ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয় নাগপুর, ধরমশালার মতো স্টেডিয়ামকে।
আরও পড়ুন:- বাংলাদেশে জোড়া শতরানের পুরস্কার পেতে পারেন অভিমন্যু, রোহিতের ব্যাকআপ হিসেবে টেস্ট দলে ঢুকতে পারেন বাংলার ওপেনার
রোহিতরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলবেন নাগপুরে। দ্বিতীয় টেস্ট আয়োজিত হবে দিল্লিতে। ধরমশালায় তৃতীয় টেস্ট খেলার পরে সিরিজের শেষ টেস্ট আয়োজিত হবে আমদাবাদে।
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি:-
প্রথম টেস্ট: ৯-১৩ ফেব্রুয়ারি (নাগপুর)
দ্বিতীয় টেস্ট: ১৭-২১ ফেব্রুয়ারি (দিল্লি)
তৃতীয় টেস্ট: ১-৫ মার্চ (ধরমশালা)
চতুর্থ টেস্ট: ৯-১৩ মার্চ (আমদাবাদ)
For all the latest Sports News Click Here