পাকিস্তানের বিরুদ্ধে সিনেমা বানানোর অভিযোগ অক্ষয়ের নামে, কী জবাব দিলেন অভিনেতা?
সৌদি আরবে চলা রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছেন অক্ষয় কুমারও। আর সেখানেই পাকিস্তান প্রসঙ্গে এক কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেতাকে। যদিও খুব ঠান্ডা মাথায় প্রশ্নকর্তাকে জবাবও দিয়েছেন তিনি।
কথোপতথনের সময় সেখানে উপস্থিত এক দর্শক, যিনি পাকিস্তানের নাগরিক প্রশ্ন করেন অক্ষয়কে। তাঁর ছবি বেল বটম নিয়েই ওঠে প্রশ্ন। সেই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি পাকিস্তান থেকে, আপনাদের প্রতিবেশি দেশ। আমার একটা অনুরোধ আছে। আপনি প্যাডমান, টয়লেট এক প্রেম কথার মতো দুর্দান্ত সিনেমা বানিয়েছেন। হ্যাঁ পাকিস্তান আর ভারতের মধ্যে একাধিক ইস্যু রয়েছে। আপনার শেষ ছবি বেল বটমে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক জিনিস দেখানো হয়েছে।’
অক্ষয় কুমার ততক্ষণাৎ জবাব দেন, ‘স্যার এটা শুধুমাত্র একটা সিনেমা। এটা নিয়ে এত সিরিয়াস হবেন না। এরকম আরও অনেক বিষয় আছে। এটা শুধুমাত্র একটা সিনেমা স্যার।’
১৯৮০-র প্রেক্ষাপটে তৈরি বেল বটম। ভারতীয় সিক্রেট এজেন্টের চরিত্রে দেখা মিলেছে অক্ষয়ের। এটা ভারতে প্রশংসা পেলেও, বহির্বিশ্বে সমালোচিত হয়। এবং কুয়েত, কাতার, সৌদি আরবে ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই সময় খলিস্তানি জঙ্গিদের ভারতীয় বিমান হাইজ্যাক করার গল্পই দেখানো হয়েছে ছবিতে। অক্ষয়ের সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন বাণী কাপুর, লারা দত্ত, হুমা কুরেশি।
প্রসঙ্গত, রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে এবার অংশ নেন শাহরুখ খান, কাজল, সোনম কাপুর, করিনা কাপুর খান, সইফ আলি খান, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারাকারা। চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে বলিউডের আইকনিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ দিয়ে। দীর্ঘ-সফল কেরিয়ারের কারণে বিশেষ সম্মান তুলে দেওয়া হয় শাহরুখ খানের হাতেও।
For all the latest entertainment News Click Here