টানেলে রেফারিকে তাড়া উরুগুয়ের ফুটবলারদের, VAR স্ক্রিন ভাঙলেন কাভানি
ম্যাচ জিতেও শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল উরুগুয়েকে। বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই রেফারিকে তাড়া করতে দেখা গেল উরুগুয়ের খেলোয়াড়দের। খেলার ৫৮তম মিনিটে উরুগুয়ের পেনাল্টির আবেদন না মানার কারণেই এই আক্রোশ দেখালেন কাভানি, দিয়েগো গোদিন, সুয়ারেজরা। খেলা শেষ হতেই উরুগুয়ের খেলোয়াড়ারা পুরো ঘিরে ধরেন রেফারিকে। সেই সময় রেফারি উরুগুয়ের খেলোয়াড়দের হলুদ কার্ডও দেখান। পরে রেফারি টানেল দিয়ে ঢোকার সময়ও গোদিন, কাভানিরা তাঁর পিছে পিছে যান।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়োতে দেখা যায়, এডিনসন কাভানি ভিএআর স্ক্রিনে ঘুষি মেরে ফেলে দেন। মূলত ভিএআর দেখেও উরুগুয়েকে পেনাল্টি না দেওয়ায় এই আক্রোশ। অপরদিকে ছিটকে গিয়ে মাঠেই কেঁদে ভাসান সুয়ারেজ। প্রসঙ্গত, খেলার ৫৮তম মিনিটে নুনেজ বল নিয়ে বক্সের ভিতরে ঢোকার পর চ্যালেঞ্জে পড়ে যান মাটিতে। দুই ডিফেন্ডারের চাপে পড়ে যান। রেফারির কাছে পেনাল্টির আবেদন জানানো হয়। তবে তিনি ভিএআর চেক করেন। তবে পেনাল্টি হয়নি।
গ্রুপ লিগের শেষ ম্যাচে ঘানাকে ২-০ গোলে হারিয়েও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় উরুগুয়েকে। পর্তুগাল তাদের শেষ লিগ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ১-২ গোলে হেরে বসায় গোলপার্থক্যে ছিটকে যায় দক্ষিণ আমেরিকার দেশ। এদিকে পর্তুগাল হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়। দুর্ভাগ্যজনকভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুয়ারেজ। হতাশায় জার্সিতে মুখ ঢেকে নেন সুয়ারেজ। সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে।
For all the latest Sports News Click Here