দৃশ্যম ২-এর হাতে শুরু থেকেই নাকানি-চোবানি, প্রথম সপ্তাহে কত আয় করল ‘ভেড়িয়া’?
শুরুতেই গতি নেই ‘ভেড়িয়া’র! বাজার গরম করতে ব্যর্থ বরুণ-কৃতির এই ছবি। ভালো রিভিউ সত্ত্বেও সেভাবে হলে দর্শক টানতে পারল না ‘ভেড়িয়া’। এই হরর-কমেডি প্রথম সপ্তাহ শেষে ৫০ কোটির গণ্ডি পার করতে ব্যর্থ। শুক্রবার বক্স অফিসে মুক্তি পেল আয়ুষ্মান খুরানার ‘অ্যান অ্যাকশন হিরো’, অন্যদিকে অজয় দেবগণের ‘দৃশ্যম ২’ এখনও রমরমিয়ে হলে চলছে- তাই লড়াইটা আরও কঠিন হয়ে পড়ছে বরুণ ধাওয়ানের।
বৃহস্পতিবার, মুক্তির সাত নম্বর দিন এই ছবির কালেকশন ছিল মাত্র ৩ কোটি টাকা। এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ‘ভেড়িয়া’র কালেকশন শেয়ার করে লেখেন- ‘প্রত্যাশা পূরণে একদমই সফল নয় ভেড়িয়া। সপ্তাহ শেষে একটু হাল ফিরলেও অন্যদিনগুলোতে কাঙ্খিত সাফল্য এল না।’ গত রবিবার ১১.৫০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবির। এরপর দিন ‘ভেড়িয়া’র টিকিট বিক্রির প্রায় ৮ কোটি টাকায় কমে দাঁড়ায় ৩.৮৫-তে। দিন যত গড়িয়েছে আয়ের হার কমেছে। বৃহস্পতিবার দেশজুড়ে মাত্র ৩ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ভেড়িয়ার। এর ফলে ছবির প্রথম সাতদিনের নেট কালেকশন দাঁড়ালো ৪২.০৫ কোটি টাক।
সমালোচকদের প্রশংসা, দর্শকদের বাহবা কুড়োলেও পরিচালক অমর কৌশিকের ছবি ভালো ফল করে দেখাতে ব্যর্থ। ‘ভেড়িয়া’তে উঠে এসেছে ভাস্করের গল্প। প্রত্যেক পূর্ণিমার রাতে ‘ভেড়িয়া’র রূপ ধারণ করে সে। জঙ্গলের মধ্যে এক ‘ভেড়িয়া’র কামড় খেয়ে এই দশা হয় তাঁর। মানুষ থেকে মানুষ খেকো নেকড়ে হয়ে ওঠবার জেরে ভাস্করের জীবনে কী কী বিপদ ঘনিয়ে আসে তা এই ছবিতে ধরা পড়েছে। বরুণ-কৃতী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন দীপক ডোবরিয়াল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবির প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস এবং জিও স্টুডিও।
প্রযোজক দীনেশ বিজনের ‘হরর ইউনিভার্স’-এর তিন নম্বর ছবি এটি। ‘স্ত্রী’, ‘রুহি’র পর এবার ‘ভেড়িয়া’ নিয়ে হাজির তিনি। এই ছবির প্রচারে এই শহর থেকে সে শহর ছুটে বেরিয়েছেন বরুণ-কৃতী। ‘ভেড়িয়া’র প্রচারে কলকাতাতেও হাজির হয়েছিলেন তাঁরা। যদিও এই প্রচার গিমিক কাজে আসেনি তা স্পষ্ট বোঝা যাচ্ছে।
For all the latest entertainment News Click Here