FIFA WC 2022 Group C Live: মেসিদের অ্যাসিড টেস্ট,নকআউটের দরজা খোলা গ্রুপ সি-র ৪ দলেরই
বর্তমানে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পোল্যান্ড। তবে আর্জেন্তিনার কাছে হেরে গেলে তারা বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে। তবে সৌদি আরবের সঙ্গে যদি মেক্সিকোর ম্যাচ ড্র হয়, তা হলে আর্জেন্তিনার সঙ্গে যদি ২ গোলের ব্যবধানেও পোল্যান্ড ম্যাচ হারে, তা হলেও তারা পরবর্তী রাউন্ডে যাবে। এ দিকে পোল্যান্ড আর্জেন্তিনাকে হারাতে পারলে বা ড্র করলেই সরাসরি পরবর্তী রাউন্ডে যাবে।
এদিকে পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্তিনা জিতলে প্রি কোয়ার্টারের টিকিট পাবেন মেসিরা। বর্তমানে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে মেসিরা। তবে যদি তারা হেরে যাান, তা হলে তারা বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে। তবে পোল্যান্ড-আর্জেন্তিনার ম্যাচ যদি ড্র হয় এবং মেক্সিকো যদি সৌদিকে হারিয়ে দেয়, তাহলে গোল ব্যবধানের উপর নির্ভর করবে আর্জেন্তিনার গ্রুপ অফ ১৬-এর টিকিট। এদিকে আর্জেন্তিনা যদি ড্র করে এবং সৌদি জিতে যায়, তাহলেও মেসিরা ছিটকে যাবেন।
মেসিদের বাড়তি সমীহ পোল্যান্ডের
আর্জেন্তিনার বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষ দলকে যথেষ্ট সমীহ করছেন পোল্যান্ডের কোচ চেস্টওয়াফ মিখনিয়েভিচ। বিশেষ করে মেসিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। তবে তাঁর দল যে শক্তি অনুযায়ী সেরাটা দেওয়ার চেষ্টা করবেন, সে কথা জানিয়েছেন পোলিশ কোচ।
আত্মবিশ্বাসী আর্জেন্তিনা
মেক্সিকো ম্যাচে জয় এখন অতীত। বুধবার মধ্যরাতে আরও একটি ডু অর ডাই ম্যাচে খেলতে নামছে আর্জেন্তিনা। তবে মেক্সিকো ম্যাচে জয় গোটা দলটার আত্মবিশ্বাস এবং শরীরী ভাষাটাই পাল্টে দিয়েছে। বিশ্বকাপের নকআউট রাউন্ড ছাড়া এখন কিছুই ভাবতে নারাজ নীল-সাদা ব্রিগেড। বিপক্ষে রবার্ট লেওয়ানডস্কির মত তারকা স্ট্রাইকার থাকলেও, তাঁর দল যে তৈরি তা সাফ জানিয়ে দিয়েছেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি।
সৌদি আরব-মেক্সিকোর অবস্থান
৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে সৌদি। মেক্সিকোর বিরুদ্ধে সৌদি জিতলে পরবর্তী রাউন্ডের টিকিট পাকা হবে তাদের। এদিকে সৌদির ম্যাচ যদি ড্র হয় এবং আর্জেন্তিনা যদি হেরে যায়, তাহলেও সৌদি এগোবে। তবে সৌদি এবং মেসিরা, দুই দলই যদি ড্র করে, তাহলে গোল ব্যবধানে পরবর্তী রাউন্ডে যাবে আর্জেন্তিনা, ছিটকে যাবে সৌদি।
১ পয়েন্ট নিয়ে গ্রুপের শেষ স্থানে মেক্সিকো। তবে মেক্সিকো যদি শেষ ম্যাচ জেতে এবং পোল্যান্ডের কাছে মেসিরা হারেন, শুধুমাত্র তাহলেই তারা পরবর্তী রাউন্ডে যেতে পারবেন ওচোয়ারা। ম্যাচ ড্র করে শুধুমাত্র সৌদির যাত্রাভঙ্গ করতে পারবে মেক্সিকো।
আর্জেন্তিনার সম্ভাবনা কতটা?
আর্জেন্তিনা মুখোমুখি হবে পোল্যান্ডের। বর্তমানে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পোল্যান্ড। তবে আর্জেন্তিনার কাছে হেরে গেলে তারা বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে। তবে সৌদি আরবের সঙ্গে যদি মেক্সিকোর ম্যাচ ড্র হয়, তা হলে আর্জেন্তিনার সঙ্গে যদি ২ গোলের ব্যবধানেও পোল্যান্ড ম্যাচ হারে, তা হলেও তারা পরবর্তী রাউন্ডে যাবে। এ দিকে পোল্যান্ড আর্জেন্তিনাকে হারাতে পারলে বা ড্র করলেই সরাসরি পরবর্তী রাউন্ডে যাবে।
এদিকে পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্তিনা জিতলে প্রি কোয়ার্টারের টিকিট পাবেন মেসিরা। বর্তমানে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে মেসিরা। তবে যদি তারা হেরে যাান, তা হলে তারা বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে। তবে পোল্যান্ড-আর্জেন্তিনার ম্যাচ যদি ড্র হয় এবং মেক্সিকো যদি সৌদিকে হারিয়ে দেয়, তাহলে গোল ব্যবধানের উপর নির্ভর করবে আর্জেন্তিনার গ্রুপ অফ ১৬-এর টিকিট। এদিকে আর্জেন্তিনা যদি ড্র করে এবং সৌদি জিতে যায়, তাহলেও মেসিরা ছিটকে যাবেন।
For all the latest Sports News Click Here