ARG vs MEX FIFA WC 2022 Live: আজ হারলেই ছিটকে যাবেন মেসিরা,মেক্সিকোরও হারা চলবে না
টুর্নামেন্ট শুরুর আগেই মেসি জানিয়ে দিয়েছিলেন, এ বারই শেষ বারের মতো বিশ্বকাপ খেলতে নামছেন মেসি। ফলে দলের সতীর্থরা চাইছেন, বিশ্বকাপ জিতে মেসিকে উপহার দিতে। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্তিনার সেই আগ্রাসনটা চোখে পড়েনি। এই পরিস্থিতিতে প্রথম ম্যাচে হার দলের মনোবলকে ধাক্কা দিয়েছে। অন্য দিকে মেক্সিকো তাদের প্রথম ম্যাচে ড্র করেছে, যেটা তাদের অক্সিজেন দেবে।
পরিসংখ্যানে এগিয়ে আর্জেন্তিনা
এখনও পর্যন্ত বিশ্বকাপে তিন বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে শতভাগ জয় আর্জেন্তিনার। ইতিহাসের প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা হয়েছিল এই দুই দলের। সেখানে মেক্সিকোকে ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্তিনা। এর পর অবশ্য এই দুই দলের বিশ্বকাপে দেখা হতে, পেরিয়ে গেছে ৭৬ বছর। ২০০৬ সালে প্রি-কোয়ার্টারে দেখা হয়েছিল দুই দলের। সেই বারও জিতেছিল মেসির দেশ। এর পর ২০১০ সালে আবারও প্রি-কোয়ার্টারে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা। সে বারও তারা জয় ছিনিয়ে নিয়েছিল।
মেক্সিকোর সঙ্গে এখনও পর্যন্ত সব মিলিয়ে ৩০টি ম্যাচ খেলেছে আর্জেন্তিনা। এর মধ্যে ১৫টি ম্যাচ জিতেছে তারা। ৪টি ম্যাচ জিতেছে মেক্সিকো এবং বাকি ১১ ম্যাচ ড্র হয়েছে।
ওচোয়া গাঁট মেসিদের
মেক্সিকোর বিরুদ্ধে জিততে গেলে মেসিদের পার হতে করতে হবে ওচোয়া প্রাচীরকে। বিশ্বমঞ্চে যিনি বারবার জ্বলে ওঠেন। তাঁর রিফ্লেক্স এখনও প্রশংসনীয়। পড়শি এই দেশের বিরুদ্ধে নামার আগে ক্লোজড ডোর অনুশীলন করে আর্জেন্তিনা। সৌদি আরবকে হাল্কা ভাবে নেওয়ার ফল হাতেনাতে পাচ্ছে আর্জেন্তিনা। যে কারণে মেক্সিকোকে বাড়তি সমীহ করছেন মেসিরা। ক্লোজড ডোর অনুশীলন এরই বড় উদাহরণ।
আর্জেন্তিনার বেহাল দশা
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ধাক্কা খেয়েছে আর্জেন্তিনা। সৌদি আরবের কাছে এগিয়ে থেকেও হারতে হয়েছে। প্রথমার্ধে ১ গোল দিলেও দ্বিতীয়ার্ধে ২ গোল খেলে যায় মেসিরা। ফলে ২-১ গোলে পরাস্ত হতে হয়। এই ম্যাচে হারের ফলে বিশ্বকাপের নক আউটের যাত্রা কঠিন হয়ে গিয়েছে মেসিদের। ফলে আর এক ম্যাচ হারলেই শেষ হয়ে যাবে তাদের বিশ্বকাপ অভিযান।
For all the latest Sports News Click Here