সূর্য এত অনায়াসে খেলছে যে নিজেদের খুব খারাপ মনে হচ্ছে’, বললেন ম্যাক্সওয়েল
নিজে বিধ্বংসী ব্যাটার। গত ১০ বছরে এমন সব শট খেলেছেন, যে শটের কোনও ব্যাখ্যা নেই। বোলারদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিলেন। সেই গ্লেন ম্যাক্সওয়েলই এবার সূর্যকুমার যাদবের ভূয়সী প্রশংসা করলেন। অস্ট্রেলিয়ার তারকা বললেন, ‘সূর্য এত অনায়াসে খেলছে যে নিজেদের খুন খারাপ মনে হচ্ছে।’
‘দ্য গ্রেড ক্রিকেটার’-এ একটি সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল বলেন, ‘আমি জানতাম না যে খেলা (ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ) চলছে। পরে স্কোরকার্ডে দেখি। প্রথম ইনিংসের স্কোরকার্ড দেখে স্ক্রিনশট তুলি এবং ফিঞ্চিকে (অ্যারন ফিঞ্চ) পাঠিয়ে দিই। আমি বলি যে এটা কী হচ্ছে? এই ছেলেটা অন্য গ্রহে ব্যাটিং করছে। বাকিদের স্কোর দেখ। তারপর এই ছেলেটার স্কোর দেখ। ৫০ বলে ১১১ রান (৫১ বলে অপরাজিত ১১১ রান করেছিলেন)। কী হচ্ছে এটা? ও বাকি সকলের থেকে অনেক ভালো।’
অজি তারকা আরও বলেন, ‘পরদিন আমি হাইলাইটস দেখেছিলাম। (সূর্যকুমারের) পুরো ইনিংসটা দেখেছিলাম। ওটা স্রেফ অবিশ্বাস্য ছিল। সবথেকে বিব্রতকর বিষয় হল, ও বাকি সকলের থেকে এতটাই ভালো যে (ওর) ইনিংস দেখা কঠিন হয়ে যাচ্ছে। হে ভগবান! আমরা কেউ ওর ধারেকাছেও নেই। কেউ ওর ধারেকাছে নেই। আইপিএলের সময় লড়াইটা হাড্ডাহাড্ডি হয়েছিল। কিন্তু সূর্যকুমার যাদব এমন উদ্ভট কাণ্ড করছেন এবং এমনভাবে করছে, (সেটার কোনও ব্যাখ্যা নেই)।’
আরও পড়ুন: Suryakumar Yadav on ODI approach: T20-র মতোই ODI-তে বেধড়ক মেরে খেলবেন, বিশ্বকাপের আগে বলে দিলেন সূর্যকুমার
সূর্য যেভাবে খেলছেন, তাতে ম্যাক্সওয়েল এতটাই হতবাক হয়ে গিয়েছেন যে রীতিমতো শব্দের খোঁজ করতে থাকেন। অস্ট্রেলিয়ার তারকা ম্যাক্সওয়েল বলেন, ‘ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ১৪৫ কিলোমিটারের বলে সুইপ মারছে। উইকেটর একদিক থেকে অন্যদিকে শট মারছে। কখনও হেঁটে গিয়ে মাথা নীচু করে মারছে। ও এমন সব অবিশ্বাস্য শট খেলছে, যা আমি কোনওদিন দেখিনি। ও নিয়মিত এটা করছে। ওই ইনিংস দেখা কঠিন হয়ে গিয়েছে, কারণ ওর ব্যাটিংয়ের সামনে বাকিদের খুব খারাপ লাগছে।’
আরও পড়ুন: Suryakumar Yadav in IND vs NZ match: একাই ১১১ রান সূর্যকুমার যাদবের! দ্বিতীয় T20 শতরান থেকে ‘১১’-র নানা কানেকশন
সূর্যকুমারের বিধ্বংসী ব্যাটিং
যেদিন থেকে ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন, নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। চলতি ক্যালেন্ডার বর্ষে ৩১ টি ইনিংসে ১,১৬৪ রান করেছেন সূর্য। গড় ৪৬.৪৬। স্ট্রাইক রেট ১৮৭.৪৩। শুধু তাই নয়, এমন সব শট খেলছেন যে তাতে হতবাক হয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। সেই তালিকায় এবার যুক্ত হলেন ম্যাক্সওয়েলও।
For all the latest Sports News Click Here