ম্যাচ হারতে কোটি-কোটি টাকা ঘুষ ইকুয়েডরকে? বিস্ফোরক অভিযোগ কাতারের বিরুদ্ধে
শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপ একেবারে দোড়গোড়ায় কড়া নাড়ছে। রাত পোহালেই শুরু হতে চলেছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। তবে শুরুর আগেই কাতার বিশ্বকাপকে ঘিরে উঠছে একের পর এক অভিযোগ। মানবাধিকার লঙ্ঘণ থেকে শুরু করে টাকার বিনিময়ে ভুয়ো সমর্থক অভিযোগের তালিকা একেবারেই কম নয়। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা আয়োজক কাতার এবং ইকুয়েডরের। কাতারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইকুয়েডরের ফুটবলারদের বিপুল অঙ্কের টাকা ঘুষ দেওয়া হয়েছে। যাতে করে ম্যাচ ছেড়ে দেন তাঁরা!
টাকার পরিমাণ শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। যা খবর তাতে করে ৭.৪ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। এই ঘুষের বিনিময়ে ম্যাচ ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে ৮ ইকুয়েডরের ফুটবলারদের। ঘটনাটি সামনে নেমেছেন আমজাদ তাহা। উল্লেখ্য এই আমজাদ তাহা হলেন সৌদি আরবের ব্রিটিশ সেন্টারের স্ট্র্যাটেজিক রাজনৈতিক বিষয় এবং রিজিওনাল ডাইরেক্টর বিষয়ক বিশেষজ্ঞ। তাঁর দাবি দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি হবে। অর্থাৎ ম্যাচে ১-০ গোলে জিতবে কাতার।
তাহা জানিয়েছেন তাঁর সূত্র হল কাতার এবং ইকুয়েডরের শিবিরের কিছু লোক। এরপর গোটা বিশ্বকে তিনি এই ফিফার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান। তিনি বলেন এই ঘটনা তিনি সামনে আনাতে হয়ত লজ্জার খাতিরে ম্যাচের ফলাফল বদলাতে পারে।
এই অভিযোগ ওঠার পরে কাতার ফুটবল ফেডারেশন অথবা ফিফার তরফে কোন বক্তব্য রাখা হয়নি। সম্প্রতি খেলা চলাকালীন স্টেডিয়ামে বিয়ার বিক্রি বন্ধ করা হয়েছে। যাতে কম বিতর্ক হচ্ছে না। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতার মুখোমুখি হবে ইকুয়েডরের। এল আগে তাঁরা ইকুয়েডরের বিরুদ্ধে তিনবার খেলেছে। দুটি দল একবার করে জিতেছে। শেষবার ২০১৮-র অক্টোবর মাসে খেলেছিল তাঁরা। সেই ম্যাচে ৪-৩ গোলে কাতার হারিয়েছিল ইকুয়েডরকে। উল্লেখ্য ২০০২ সালে শেষবার বিশ্বকাপ মঞ্চে অভিষেক ঘটানো কোনও দল প্রথম ম্যাচেই জিতেছিল। সেবার সেনেগল হারিয়েছিল ফ্রান্সকে। এখন দেখার কাতার সেই কৃতিত্ব স্পর্শ করতে পারে কিনা!
For all the latest Sports News Click Here