‘দর্শকরা মাঝপথে হল ছেড়ে বেরিয়ে গেলেন’, নিজের কোন ছবির কথা বললেন সুরজ বরজাতিয়া
১৯৯৪ সালে যখন সুরজ বরজাতিয়ার ছবি হাম আপকে হ্যায় কৌন ছবিটি বক্স অফিসে মুক্তি পেয়েছিল তখন সেটি সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছিল। বিশ্বজুড়ে এই ছবিটি ২৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। এই ছবিটি তখন ভারতের সব থেকে বেশি ব্যবসা করা ছবি ছিল। এবং এই খেতাব ছবিটি এক টানা ১৫ বছর ধরে রেখেছিল। তবে এই ছবির সফরের শুরুটা কিন্তু খুব একটা মসৃণ ছিল না। প্রথম সপ্তাহান্তে এই ছবিটি দারুন খারাপ ফল করেছিল বক্স অফিসে। একটি সাক্ষাৎকারে পরিচালক জানান কীভাবে দর্শকরা এই ছবি চলাকালীন হল ছেড়ে বেরিয়ে গেছিলেন।
সুরজ বরজাতিয়ার দ্বিতীয় পরিচালিত ছবি হল হাম আপকে হ্যায় কৌন। এই ছবিতে সলমন খান, মাধুরী দীক্ষিত, মহনিশ বেহেল, রেনুকা সাহানে, অলোক নাথ, প্রমুখকে দেখা গিয়েছিল। এই ছবিটি একটি মাঝারি বাজেটের ছবি ছিল। ৬ কোটি টাকা দিয়ে এই ছবি তৈরি করা হয়েছিল। প্রথম সপ্তাহান্তে ভয়াবহ ফল করেছিল, মাত্র ২৯ লাখ টাকার ব্যবসা করেছিল এই ছবি প্রথম সপ্তাহান্তে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুরজ বরজাতিয়া জানান, ‘ মেয়নে পেয়ার কিয়া অভাবনীয় সাফল্য পেয়েছিল বক্স অফিসে, অন্যদিকে হাম আপকে হ্যায় কৌন ছবিটির শুরুটা মোটেই ভালো হয়নি। আমাদের অনেক আশা ছিল ছবিটাকে নিয়ে। মুক্তির চারদিন পর এই ছবিটি ব্যবসা করতে শুরু করে।’
সুরজ বরজাতিয়া জানান, অভিজ্ঞতাই তাঁকে শিখিয়েছে যে সমস্তটা দর্শকদের উপর ছেড়ে রাখা উচিত। তিনি বলেন, ‘আমি এই বিষয়টা হাম আপকে হ্যায় কৌন ছবির থেকে শিখেছিলাম। আমি ভেবেছিলাম একটা দারুন ছবি বানিয়ে ফেলেছি। কিন্তু প্রিমিয়ারে দেখলাম অনেকেরই ছবিটি পছন্দ হয়নি। আমি দেখেছিলাম প্রতিটা গানের সঙ্গে কিছু কিছু করে দর্শক হল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। গোটা বিষয়টা দেখে ভেবেছিলাম এটা কী হয়ে গেল!’
চারদিন পর গোটা ছবি বদলে যায়। ছবিটি ভারত থেকেই কেবল ১০০ কোটি টাকার উপর ব্যবসা করেছিল। এই ছবিটি ডিস্কো ড্যান্সার ছবির রেকর্ড ভেঙেছিল যা এর আগে ভারতের সর্বাধিক আয় করা ছবি ছিল। গত শুক্রবার, ১১ নভেম্বর সুরজ বরজাতিয়ার উঁচাই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
For all the latest entertainment News Click Here