‘ঠিক যেন রিয়া চক্রবর্তী!’, বেল পেয়ে আদালত থেকে বেরোতেই ছেঁকে ধরা হল জ্যাকলিনকে
মঙ্গলবার পাতিয়ালা কোর্টের তরফে বেল পান জ্যাকলিন ফার্নান্ডেজ ২০০ কোটির প্রতারণা মামলায়। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। এই মামলার সঙ্গে জড়িত আছেন সুকেশ চন্দ্রশেখর। যার সঙ্গে রোম্যান্টিক সম্পর্কে ছিলেন অভিনেত্রী। মাসকয়েক ধরেই তাঁর চরিত্র নিয়ে কাঁটাছেড়া চলছে প্রকাশ্যে। আর এবার দেখা গেল আদালত থেকে বেরোতেই জ্যাকলিনকে ছেঁকে ধরল জনতা। সেই ফোটো-ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় উঠল নিন্দের ঝড়। এই ফুটেজ মনে করিয়ে দিচ্ছে এরকমই পরিস্থিতির শিকার হতে হয়েছিল সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকেও।
ভিডিয়োতে দেখা যাচ্ছে মঙ্গলবার আদালত চত্বর থেকে বেরিয়ে আসছেন জ্যাকলিন। পাশে তাঁর লিগাল টিম। আর তখনই শ্রীলঙ্কান সুন্দরীকে ছেঁকে ধরেন মিডিয়া, পথ চলতি মানুষ। জ্যাকলিনের সারা চোখেমুখে অস্বস্তি। নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। পুলিশও আসে পরিস্থিতি সামাল দিতে। এরই মাঝে মিডিয়ার কিছু মানুষকে প্রশ্ন করতে দেখা যায় আদালতে শুনানি কেমন চলল তা নিয়ে।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই একজন লিখলেন, ‘এটা ভুল। অপরাধ প্রমাণ হোক বা না হোক, কোনও মানুষকে এভাবে হয়রান করা কখনওই যুক্তিসঙ্গত হতে পারে না।’ অপরজন লিখলেন, ‘আমার তো রিয়া চক্রবর্তীর কথা মাথায় এল এটা দেখেই। আমাদের সমাজে এখনও মেয়েদের সঙ্গে যেভাবে ব্যবহার করা হয়। দেখতেও খারাপ লাগে।’
গত ১৭ই অগস্ট দিল্লি হাইকোর্টে পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) স্পষ্ট জানিয়েছে জেলবন্দি জালিয়াত সুকেশ চন্দ্রশেখরের থেকে লাভবান হয়েছেন জ্যাকলিন। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের কালিমালিপ্ত অতীতের কথা জেনেও কেবলমাত্র টাকার লোভের তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হন অভিনেত্রী, দাবি ইডির। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ২০০ কোটির আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুকেশ এবং তাঁর স্ত্রী লীনা মারিয়া পল। গ্রেফতারির পর সুকেশের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডিজের ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসে। ফাঁস হয় দুজনের অন্তরঙ্গ একাধিক ছবি। যার মধ্যে একটিতে দেখা গিয়েছিল দুজনেই বিছানায়। আর কিক-অভিনেত্রীর ঘাড়ে গলায় লাভ বাইট।
তদন্তে উঠে আসে সুকেশের থেকে কোটি কোটি টাকার উপহার নিয়েছেন অভিনেত্রী। যার মধ্যে রয়েছে দামি গাড়ি, হিরের গয়না, ব্র্যান্ডেড ব্যাগ। এমনকী, জ্যাকলিনের মা-বাবা, ভাই-বোনকেও টাকা জিয়ে সাহায্য করেছিলেন সুকেশ। সবমিলিয়ে ৫-৬ কোটি সুকেশ খরচ করেছিলেন জ্যাকলিনের পিছনে।
For all the latest entertainment News Click Here