কালো ক্রপ টপে নেটিজেনদের ঘুম কাড়লেন ভূমি, কাদের সঙ্গে তাঁর তুলনা চলল
সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড শোতে ভূমি পেডনকরকে দেখা গেল। সেই অনুষ্ঠানে অভিনেত্রী একটি কালো রঙের পোশাক পরে গিয়েছিলেন। গত মাসে দিওয়ালির সময় ভূমিকে একাধিক দিওয়ালি পার্টিতে দেখা গিয়েছিল। তিনি শুক্রবার তাঁর একাধিক ছবি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন। রিয়া কাপুর থেকে তাহিরা কাশ্যপ, রিয়া চক্রবর্তী, পত্রলেখা, প্রমুখ জনপ্রিয় সেলিব্রিটিরা ভূমির এই সাজের প্রশংসা করেন। অনেকেই ভূমির এই লুককে কিম কার্দাশিয়ানের সঙ্গে তুলনা করেছেন। কেউ আবার তাঁকে কাইলি জেনারের সঙ্গে তুলনা করেছেন।
এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাতে অভিনেত্রী লেখেন, ‘ আমার উইনিং স্পিচ দেওয়ার আগে ক্যাজুয়ালি কিছু ছবি তুলেছিলাম।’ তিনি তাঁর চুক এবং মেকআপ ঠিক করছিলেন এই বিহাইন্ড দ্যা সিন ছবিগুলোতে। জিকিউ ইন্ডিয়ার তরফে ভূমিকে দ্যা ক্রিয়েটিভ ফোর্স অব দ্যা ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে ভূমি একটি কালো ক্রপ টপ পরেছিলেন সঙ্গে একটি কালো রাপ স্কার্ট। আর সেখানেই তাঁর টোন্ড অ্যাবস দেখা গেল। গত বৃহস্পতিবার তিনি এই অ্যাওয়ার্ড শোতে গিয়েছিলেন।
ভূমির এই পোস্টে তাঁর একাধিক অনুরাগীরা কমেন্ট করেছেন, তাঁদের কেউ লিখেছেন, ‘স্টাইল আইকন’, তো কেউ লিখেছেন, ‘ দারুন!’। এক ভক্ত তাঁকে কিম কার্দাশিয়ানের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘ভারতের কিম কার্দাশিয়ান।’ অন্যদিকে আরেক অনুরাগী তাঁকে কাইলি জেনারের সঙ্গে তুলনা করেছেন। আমেরিকার রিয়েলিটি শোয়ের অন্যতম জনপ্রিয় দুই মুখ হল কিম এবং কাইলি, তাঁরা তাঁদের বোল্ড ফ্যাশনের জন্য বিখ্যাত।
তবে কেবল ভূমির অনুরাগীরা নন, একাধিক সেলিব্রিটিরা এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। তাহিরা কাশ্যপ, সিনেমা নির্মাতা আগুন এবং হৃদয়ের ইমোজি কমেন্ট করেন এই পোস্টে। পত্রলেখা লেখেন, ‘ভগবান!’ এছাড়া রিয়া চক্রবর্তী, রিয়া কাপুরও ভূমির এই পোস্টে কমেন্ট করেছেন।
২০১৫ সালে ভূমি দম লাগাকে হাইসা ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন। বর্তমানে তিনি বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। এরপর তাঁকে গোবিন্দ নাম মেরা ছবিতে দেখা যাবে। তাঁর বিপরীতে এই ছবিতে থাকবেন ভিকি কৌশল এবং সঙ্গে দেখা যাবে কিয়ারা আডবাণী। এছাড়া তাঁকে অর্জুন কাপুরের সঙ্গে মেরে হাসব্যান্ড কী বিউই ছবিতে দেখা যাবে। রক্ষা বন্ধন ছবিতে তাঁকে শেষ দেখা গিয়েছিল অক্ষয় কুমারের সঙ্গে।
For all the latest entertainment News Click Here