IND vs ENG: কোহলি-সূর্যকে নিয়েই সবচেয়ে চাপে ইংল্যান্ড শিবির- বুঝিয়ে দিলেন স্টোকস
বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যে প্রথম সেমিফাইনাল ম্যাচটি হবে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হবে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে। তার আগে বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। সেই সঙ্গে কিন্তু সূর্যকুমার যাদবকে নিয়েও বেশ চিন্তায় রয়েছেন স্টোকসরা।
কয়েক মাস আগেই বিরাট কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। তীব্র সমালোচনাও চলছিল। তবে সেই সব অধ্যায় অতীত করে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়েছেন কোহলি। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক এখন বিরাটই। একের পর এক ম্যাচে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করছেন। এশিয়া কাপ থেকেই ছন্দে ফিরেছিলেন। বিশ্বকাপে সেই ছন্দই ধরে রেখেছেন। বিরাটের প্রত্যাবর্তন নিয়ে কথা বলতে গিয়ে বেন স্টোকস বলেছেন, ‘কোহলির ক্রিকেট জীবনে চারটে অবিশ্বাস্য বছর রয়েছে। তার পর কয়েকটা মাস হয়তো সেরা ছন্দে ছিল না। আবার চেনা মেজাজে খেলছে। ছন্দে না থাকার সময় ওকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছিল। জানি না কেন সেগুলো হয়েছিল। আমার মনে হয়, কোহলি একটা জায়গা অর্জন করেছে। ওকে মুছে ফেলা সম্ভব নয়। কোহলি কতগুলো ইনিংস খেলেছে, সেটা বিষয় নয়। তিন ধরনের ক্রিকেটে কতগুলো দারুণ ইনিংস খেলেছে সেটাই বিবেচ্য। আমরা খেলোয়াড়রা যারা ওর বিরুদ্ধে খেলেছি তারা জানি। কোহলি এমন কিছু করেছে যেগুলো আগে কখনও কেউ করতে পারেনি।ওকে কোনও ফর্ম্যাটেই বাতিলের খাতায় রাখা যায় না এবং ও সেটা অর্জন করেছে। তিন ফর্ম্যাটেই ধারাবাহিক ভাবে সাফল্য পেয়েছে ও।’
আরও পড়ুন: ফের ব্রোম্যান্স সুরবীর জুটির, কোহলিকে নিয়ে ফুট কাটলেন পিটারসেন
পাশাপাশি সূর্যের প্রশংসা করেও স্টোকস বলেছেন, ‘সূর্যকুমার দুর্দান্ত ব্যাটার। সবাইকে চমকে দিয়েছে। দারুণ সব শট রয়েছে ওর হাতে। যেগুলো দেখা ছাড়া কিছুই করার থাকে না। জানি ও দারুণ ছন্দে রয়েছে। আশা করছি আমরা ওর আগ্রাসী ব্যাটিং থামাতে পারব। আমাদের বিরুদ্ধে ওই সব শট মারতে পারবে না।’
ভারত অধিনায়ক রোহিত শর্মা একেবারেই ছন্দে নেই। তবু তাঁকে নিয়েও সাবধানী বেন স্টোকস। তিনি বলছেন, ‘রোহিত বিশ্বমানের খেলোয়াড়। আগের ম্যাচগুলোর পারফরম্যান্স দেখে কিছু ধরে নেওয়া সম্ভব নয়। অতীতে অনেক বড় ম্যাচে দারুণ সব ইনিংস খেলেছে রোহিত। ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। বিশেষ করে ক্রিকেটের এই ফরম্যাটে। ওকে হাল্কা ভাবে নেওয়ার প্রশ্ন নেই! ও কী করতে পারে, সেটা আমরা ভালোই জানি।’
আরও পড়ুন: IND-NZ ফাইনাল হবে- এবি-র ভবিষ্যদ্বাণীর পরেও পরিসংখ্যান চিন্তায় ফেলেছে ভারতকে
বিশ্বকাপের সেমিফাইনাল নিঃসন্দেহে আর পাঁচটা ম্যাচের মতো নয় এবং সেমিতে যে বাড়তি চাপ থাকে, সেটা স্পষ্ট মেনে নিচ্ছেন স্টোকস। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ সব সময়েই কঠিন হয়। দুই গ্রপ থেকেই হাড্ডাহাড্ডি লড়াই করে দলগুলি সেমিফাইনালে পৌঁছেছে। এটা বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বৃহস্পতিবার চাপ থাকবেই। কোন দল সেই চাপের মাঝেও মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে পারবে, সেটাই ম্যাচের ফলাফল নির্ধারণে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘বৃহস্পতিবার আমাদের সেরা ক্রিকেট খেলতেই হবে। ভারতীয় দল খুবই শক্তিশালী। ওদের হাল্কা ভাবে নেওয়ার প্রশ্নই নেই। কী সব ক্রিকেটার রয়েছে ভারতীয় দলে। আমরা তাই ওদের নিয়ে বেশি ভাবছি না। নিজেদের খেলা নিয়েই ভাবছি।’
For all the latest Sports News Click Here