‘হিংসা পছন্দ নয়, তাই মা পার্লামেন্টে যান’,কেন ছেলে অভিষেকের সিরিজ দেখবেন না জয়া?
অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তারপরই মুক্তি পাচ্ছে অভিষেক বচ্চন অভিনীত ‘ব্রিদ: ইনটু দ্য শ্যাডোস’-এর নতুন সিজন। বচ্চন পরিবারের সকলেই এই সিরিজ দেখতে মুখিয়ে রয়েছেন, শুধুমাত্র জয়া বচ্চন ছাড়া। অভিষেকের কথায় তাঁর মা কিছুতেই এই সিরিজ দেখবেন না। তার পিছনের রহস্যও ফাঁস করেছেন অভিনেতা।
অভিষেকের কথায় মারামারি-হিংসা মোটে পছন্দ নয় জয়া বচ্চনের, সেইজন্যই ‘ব্রিদ: ইনটু দ্য শ্যাডোস’ দেখতে চান না জয়া। আমাজন প্রাইম ভিডিয়োর এই সিরিজের নতুন সিজনের গল্প এগোবে গত সিজনের পরবর্তী ধাপ থেকেই। সিরিজে অভিষেক ছাড়াও থাকছেন অমিত সাধ, সায়ামি খের, ইভানা কৌর। এই সিরিজ পরিচালনার দায়িত্বে রয়েছেন ময়াঙ্ক শর্মা, আগামী ৯ই নভেম্বর থেকে স্ট্রিমিং শুরু হবে ‘ব্রিদ: ইনটু দ্য শ্যাডোস’-এর নয়া সিজনের।
ইন্ডিয়া টুডে কনক্লেভে অভিষেক জানান, ‘এটা একটা ভালো থ্রিলার তার জলজ্যান্ত প্রমাণ হল আমার মা এই সিরিজটা দেখতে অস্বীকার করেছেন। উনি বললেন, ‘না আমি এইসব দেখতে চাই না’। আসলে উনি ভয় পান। আমার পরিবারের বাকিরা ৮ই নভেম্বর মধ্যরাত্রি অবধি অপেক্ষা করবে এই সিরিজ দেখার জন্য। শুধু মা সেই দলের অংশ নয়। উনি অন্যকিছু দেখতে পছন্দ করবেন তাঁর পরিবর্তে। ওনার ঠিক হিংসা বা মারামারি এইসব কিছু পছন্দ নয়। তাই উনি আদতে পার্লামেন্ট যেতে পছন্দ করেন, যেখানে এইসব কিছু হয় না’।
অভিষেক যোগ করেন, ‘কিন্তু আমার বাবা একেবারে মায়ের উল্টো। যখন প্রথম সিজন বেরিয়েছিল তখন একটানা দেখেন সিরিজটি। যদিও আমার মনে হয়, আমাকে নিয়ে আমার বাবার পক্ষপাতিত্ব রয়েছে।’ নতুন সিজন নিয়েও দারুণ উত্তেজিত অমিতাভ, জানান অভিষেক।
অভিষেককে শেষ নেটফ্লিক্সের ‘দসভি’ ছবিতে দেখা গিয়েছে। আগামিতে আর বাল্কির ‘ঘুমর’ ছবিতে দেখা যাবে জুনিয়র বি-কে। ছবির নায়িকা সায়ামি খের।
For all the latest entertainment News Click Here