চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে, কেটে গিয়েছে ৭২ ঘণ্টা, শরীর কেমন আছে ঐন্দ্রিলার
এখনও জ্ঞান ফেরেনি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। অবস্থা সঙ্কটজনক। হাওড়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী। ৭২ ঘণ্টা কেটে গিয়েছে। হাওড়ার হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার সকাল পর্যন্ত ঐন্দ্রিলার শারীরিক অবস্থা অপরিবর্তিত।
ব্রেন স্ট্রোকের ফলে মাথায় রক্তজমাট বেঁধেছিল অভিনেত্রীর। মঙ্গলবার রাতেই সেটি অস্ত্রোপচার হয়। তখন থেকে কোমায় রয়েছেন নায়িকা। অবস্থার এখনও পর্যন্ত কোনও উন্নতি হয়নি। সাত রকমের কড়া ওষুধ চলছে, এখনও বিপদ কাটেনি। চিকিৎসক ছাড়া অন্য কারও প্রবেশ নিষেধ ঐন্দ্রিলার রুমে।
বৃহস্পতিবার সন্ধেয় ঐন্দ্রিলাকে দুই ইউনিট প্যাকড রেড ব্লাড সেল দেওয়া হয়েছে। রক্তচাপ কম থাকায় ভেন্টিলেশনে তাঁকে ভেসোপ্রেসার দেওয়া হয়। রক্তচাপ ছিল ১১০/৭০। পালস রেট প্রতি মিনিটে ১১২। একাধিক প্রয়োজনীয় টেস্ট করা হয়েছে। দিনরাত চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিউরো আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে।
আরও পড়ুন: ঐন্দ্রিলার পাশে ছায়া মতো রয়েছেন, গত তিনদিন ধরে হাসপাতালে পড়ে আছেন সব্যসাচী
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ অনুভব করেন ঐন্দ্রিলা। প্রথমে তাঁর ডান হাত অসাড় হয়ে যায়। এরপরই ডান পা অসাড় হয়ে পড়ে অভিনেত্রীর। ৫-৭ মিনিটের মধ্যে ঐন্দ্রিলার গোটা দেহে পক্ষাঘাত দেখা দেয়। বমি করতে শুরু করেন তিনি। এরপরই বাড়ির সাবই মিলে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তি করার সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, ব্রেন স্ট্রোকে আক্রান্ত, মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে। তাড়াতাড়ি অস্ত্রোপচার করতে হবে।
হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঐন্দ্রিলা। তিনি এখন কোমায়। অভিনেত্রীর অসুস্থতার সময় প্রতি মুহূর্তের পাশে রয়েছেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতির কথা জানতে পেরে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন গোটা টলিউড, শুভানুধ্যায়ীরা।
For all the latest entertainment News Click Here