বাংলাদেশের নদী নিয়ে ‘উত্তেজিত’ হয়ে কথা আম্পায়ারের সঙ্গে? বাউন্সার শাকিবকে
ভারতের বিরুদ্ধে হৃদয়ভঙ্গের পর সাংবাদিক বৈঠকে চাঁচাছোলা প্রশ্ন ধেয়ে এসেছিল। দারুণভাবে তা সামলালেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। বৃষ্টির পর খেলা শুরুর আগে কিছুটা উত্তেজিত হয়ে তাঁকে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। সেই বিষয়টি নিয়েই প্রশ্ন এসেছিল।
কী হয়েছে সাংবাদিক বৈঠকে?
- সাংবাদিক: বৃষ্টির পর কি আপনি ফের যাতে খেলা শুরু না হয়, সেই চেষ্টা করছিলেন?
- শাকিব: আমাদের হাতে কি কোনও সুযোগ ছিল?
- সাংবাদিক: না, সেটাই কারণ। আপনি কি ওঁদের (আম্পায়ার) বোঝানোর চেষ্টা করছিলেন?
- শাকিব: কাকে বোঝানোর (চেষ্টা করছিলাম)?
- সাংবাদিক: আম্পায়ার এবং (ভারতীয় অধিনায়ক) রোহিত শর্মাকে।
- শাকিব: আম্পায়ারকে কি বোঝানোর ক্ষমতা আছে আমার?
- সাংবাদিক: তাহলে আপনি কি বাংলাদেশের নদী নিয়ে আলোচনা করছিলেন?
- শাকিব: (বুঝতে পারেননি প্রশ্ন, নিরুত্তর থাকেন)।
- সাংবাদিক: আপনি কি বাংলাদেশের নদী বা অন্য কিছু নিতে আলোচনা করেছিলেন? আপনি কী বলছিলেন? দয়া করে সেটার ব্যাখ্যা করতে পারবেন?
- শাকিব: এবার আমি ঠিক প্রশ্ন করছেন। দুই দলের অধিনায়ককে ডেকেছিলেন আম্পায়ার এবং লক্ষ্যমাত্রা, কত ওভার বাকি ও খেলার নিয়ম বলছিলেন।
- সাংবাদিক: এটাই এবং আপনারা সেটা মেনে নিয়েছিলেন?
- শাকিব: হ্যাঁ।
- সাংবাদিক: দারুণ। ধন্যবাদ।
আরও পড়ুন: ৩৪ মিটার দূর থেকে ডাইরেক্ট হিট! লিটনকে রান আউট করে রাহুল বদলে দিলেন ম্যাচের রঙ
ম্যাচে কী হয়েছিল?
বুধবার অ্যাডিলেডে প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৮৪ রান তোলে ভারত। রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। অবিশ্বাস্য ছন্দে ব্যাট করতে থাকেন লিটন দাস। তাঁর সৌজন্যেই সাত ওভারে বিনা উইকেটে ৬৬ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু তারপরই বৃষ্টি নামে। ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী দেখা গিয়েছিল, ওই সময় খেলা বন্ধ গেলে বাংলাদেশ ১৭ রানে জিতে যেত।
আরও পড়ুন: Bangladesh Qualification Scenario: স্বপ্নভঙ্গের পরেও রয়েছে সেমির আশা! কোন অঙ্কে শেষ চারে যেতে পারবে বাংলাদেশ?
কিন্তু সেটা হয়নি। বরং ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৫১ রান। সেই পরিবর্তিত লক্ষ্যমাত্রা নিয়ে খেলা শুরুর আগে বাউন্ডারির বাইরে আম্পায়ারদের সঙ্গে কিছুটা উত্তেজিতভাবে কথা বলতে দেখা গিয়েছিল শাকিবকে। অনেকের ধারণা ছিল, ম্যাচটা যাতে শুরু না হয়, সেই চেষ্টা করছিলেন বাংলাদেশের অধিনায়ক। সেই বিষয় নিয়েই সাংবাদিক বৈঠকে প্রশ্ন ধেয়ে আসে।
For all the latest Sports News Click Here