ভারতের সঙ্গে খেললেই এমনটা হয়- কী নিয়ে ঠিক আক্ষেপ শাকিবের?
বুধবার অ্যাডিলেডে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর বৃষ্টিবিঘ্নিত সুপার-12 ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়েছে ভারত। এই জয়ে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে উঠে এসেছে টিম ইন্ডিয়া। যেখানে বাংলাদেশ দল সেমিফাইলের দৌড় থেকে প্রায় ছিটকে গিয়েছে। এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে, কেএল রাহুল এবং বিরাট কোহলির শক্তিশালী হাফ সেঞ্চুরির ইনিংসের সুবাদে টিম ইন্ডিয়া ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে। ভারত গ্রুপ-২-এ বাংলাদেশের সামনে ২০ ওভারে ১৮৫ রানের টার্গেট দিয়েছিল। এরপরে ইনিংসের দারুণ শুরু করেছিলেন লিটন দাস। তবে এরপরে বৃষ্টির কারণে খেলা বন্ধ করা হয়। শেষ পর্যন্ত DLS নিয়মে ১৬ ওভারে ১৫১ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। তবে এর জবাবে বাংলাদেশ স্কোর বোর্ডে মাত্র ১৪৫ রান তোলে।
আরও পড়ুন… বাংলাদেশের বিরুদ্ধে একাধিক মাইলস্টোন গড়লেন কোহলি, ভাঙলেন সচিনের রেকর্ড
ভারতের বিরুদ্ধে জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে বাংলাদেশ। বুধবার অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে মাত্র ৫ রানে হারে বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান জানালেন, ভারতের বিরুদ্ধে খেললেই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাকিব বলেন, ‘ভারতের বিরুদ্ধে খেললেই এমনটা হয়। আমরা খুব কাছাকাছি চলে যাই, কিন্তু জিততে পারি না। দারুণ একটি ম্যাচ ছিল। দর্শকরা খুবই উপভোগ করেছেন। দু’দলই উপভোগ করেছে। দিনের শেষে কেউ জেতে কেউ হারে।’
আরও পড়ুন… শাকিবদের হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল ভারত! পাকিস্তান-বাংলাদেশের কী অবস্থা?
লিটন দাসের ২১ বলে ফিফটির ইনিংস খেলা প্রসঙ্গে শাকিব বলেন, লিটন সত্যিই ভালো ব্যাটিং করেছে, সম্ভবত সে আমাদের সেরা ব্যাটসম্যান। সে যেভাবে ইনিংসের শুরুটা করেছিল তাঁরা সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে ব্যাটিং করতে চেয়েছিলেন। কিন্তু তাঁরা সেটা করতে পারেননি। ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলা লিটন দাসের ব্যাটিংয়ে মুগ্ধ শাকিব বলেন, ‘লিটন সত্যিই দুর্দান্ত ব্যাটিং করেছে, সে আমাদের সেরা ব্যাটার। পাওয়ার প্লেতে সে যেভাবে ব্যাট করছিল, ভেবেছিলাম ম্যাচটি আমরা জিতব।’
তাসকিনের ওভার শুরুতেই শেষ করার কারণও জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। দ্রুত উইকেট তোলে নিতেই এমনটি করেছিলেন। নিজেদের বোলিংয়ের পরিকল্পনার কথা জানান বাংলাদেশের অধিনায়ক। শাকিব বলে ভারতের টপ অর্ডারকে দ্রুত ফেরানোই ছিল তাদের প্রথম লক্ষ্য। তাই তাসকিনকে বল হাতে দিয়েছিলেন। কারণ সে তাদের অন্যতম সেরা বোলার। দুর্ভাগ্যবশত সে আজ উইকেট পায়নি। শাকিব বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল দ্রুত ভারতের টপ অর্ডরের ব্যাটারদের ফেরানো। তাই তাসকিনকে দিয়ে বোলিং করিয়ে গিয়েছি। সে আমাদের মূল বোলার।’ শাকিব আরও বলেন, আমরা টুর্নামেন্টে ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করে যাচ্ছি। বিশ্বকাপটিা উপভোগ করতে চেয়েছিলাম, আশা করি সেটি করতে পেরেছি। শেষ ম্যাচেও এটা অব্যাহত রাখতে চাই।
For all the latest Sports News Click Here