দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরে বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়ে বড় মন্তব্য সৌরভের
পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জোড়া জয়ের পরে চলতি টি-২০ বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে ভারতকে। প্রোটিয়াদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার পারফর্ম্যান্সে অনেকেই সংশয় প্রকাশ করলেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের চোখে নেতিবাচক কিছু ধরা পড়ছে না। প্রাক্তন বিসিসিআই সভাপতি স্পষ্ট জানালেন যে, একটা ম্যাচ হারেই বিচলিত হওয়ার কিছু নেই। বরং মহারাজ টিম ইন্ডিয়াকে বিশ্বকাপের ফাইনালে দেখছেন এখন থেকেই।
বাংলার ক্রিকেট সংস্থার বার্ষিক সাধারাণ সভায় উপস্থিত ছিলেন সৌরভ। সেখানেই টিম ইন্ডিয়ার পারফর্ম্যান্স নিয়ে মহারাজ বলেন, ‘এপর্যন্ত ভারত একটা মাত্র ম্যাচ হেরেছে। একটা হারে কিচ্ছু যায় আসে না। ওরা ভালো দল। আমি নিশ্চিত ওরা ঘুরে দাঁড়াবে এবং সেমিফাইনালে জায়গা করে নেবে।’
পরক্ষণেই টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বলেন, ‘একবার সেমিফাইনালে উঠলে বাকিটা দু’ম্যাচের বিষয়। সেই দু’টি ম্যাচে যা কিছু ঘটতে পারে। তবে হ্যাঁ, ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে।’
লোকেশ রাহুল বিশ্বকাপের তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিন ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৪, ৯ ও ৯ রান। এমন হাতাশাজনক পারফর্ম্যান্সের পরে রাহুলকে বাকি ম্যাচগুলিতে বাদ দেওয়া এবং ঋষভ পন্তকে মাঠে নামানো উচিত কিনা এপ্রসঙ্গে জানতে চাওয়া হলে সৌরভ বলেন, ‘এটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এ বিষয়ে বলার মতো জায়গায় আমি নেই। তবে দু-একটা ম্যাচের পারফর্ম্যান্স দিয়ে লোকেশ রাহুলকে বিচার করা ঠিক হবে না।’
For all the latest Sports News Click Here