হার অশোকের, ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন বেঙ্গসরকর
শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে এখন যেন বদলের হাওয়া। মাত্র কয়েকদিন আগেই বিসিসিআইয়ের নয়া প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ১৯৮৩’র বিশ্বকাপজয়ী রজার বিনি। প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে হয়েছে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরে এবার ভাগ্য সুপ্রসন্ন হল না বাংলার আরেক প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রর প্রতিও। আইসিএ অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচনে হেরে গেলেন তিনি। তাকে হারিয়ে দিলেন আরেক প্রাক্তন ক্রিকেটার তথা মুম্বইকর দিলীপ বেঙ্গসরকার।
ভারতীয় ক্রিকেটারদের সংস্থার (আইসিএ) প্রধান হলেন দিলীপ বেঙ্গসরকার। মহিলাদের ক্ষেত্রে আইসিএতে যদিও কোনও নির্বাচন হয়নি। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিতেছেন শুভাঙ্গী কুলকার্ণি। পুরুষদের আইসিএর দায়িত্ব দীর্ঘদিন সামলেছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্র। তাঁকেই নির্বাচনে হারিয়ে দিলেন দিলীপ বেঙ্গসকর। তিনদিন ধরে চলেছে এই ই-ভোটিং প্রক্রিয়া। সেই ম্যারাথন ভোট প্রক্রিয়ার শেষে বেঙ্গসরকার পেলেন ৪০২টি ভোট। সেখানে দাঁড়িয়ে অশোক মালহোত্র পেয়েছেন ২৩০টি ভোট।
প্রসঙ্গত প্রাক্তন ভারতীয় কোচ তথা ক্রিকেটার অংশুমান গায়রকোয়াড় এবং শান্তা রঙ্গস্বামী আইসিএর তরফে প্রথম প্রতিনিধি ছিলেন বিসিসিআইয়ে। ২০১৯-২২ পর্যন্ত দায়িত্বে ছিলেন তাঁরা দুজনে। লোধা কমিশনের সুপারিশ মেনে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলে আইসিএর প্রতিনিধিদের আনার কথাও বলা হয়েছিল। অন্যদিকে আইপিএলের গভর্নিং কাউন্সিলে আইসিএর প্রতিনিধি অপরিবর্তিত রয়েছেন। এখানে আইসিএর প্রতিনিধি রয়ে গিয়েছেন প্রজ্ঞান ওঝা। নির্বাচনে তিনি হারিয়ে দেন বিজয় মোহন রাজকে। ওঝা পেয়েছেন ৩৯৬টি ভোট। অন্যদিকে মোহনরাজ পেয়েছেন ২৩৪টি ভোট।প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় দলের নির্বাচক হিসাবে কাজ করা দিলীপ বেঙ্গসরকার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন ‘প্রাক্তন ক্রিকেটারদের কাছে আমি কৃতজ্ঞ আমায় ভোট দেওয়ার জন্য। বোর্ডের কর্তাদের সঙ্গে এখনও দেখা হয়নি। আশা করি তাঁদের সঙ্গে মিলেমিশে খুব ভালোভাবে কাজ করতে পারব।”
For all the latest Sports News Click Here