এই তো টিংটিঙে চেহারা, অনন্যার হ্যালোইনের সাজ দেখে তাও কেন ‘ফ্যাট’ বললেন করিনা!
আজ ২৪ বছরে পা রাখলেন অনন্যা পাণ্ডে। শনিবার রাতে চাঙ্কি-কন্যা হাজির হয়েছিলেন ওরহান আওয়াত্রামানির হ্যালোইন পার্টিতে। জাহ্নবী কাপুর, আরিয়ান খান, আহান শেট্টি, শানায়া কাপুর, নভ্যা নভেলি নন্দা, সারা আলি খানরা বিখ্যাত পপ তারকাদের সাজে হাজির হয়েছিলেন এদিনের পার্টিতে। আর অনন্যা সেজেছিলেন করিনার মতো করে। কাভি খুশি কাভি গমের ‘পু’-র মতো সিক্যুইনড ক্রপ টপ আর মিনি স্কার্টে দেখা দিলেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ অভিনেত্রী।
আর অনন্যার এই সাজ দেখে ভালোবাসা এল করিনার তরফ থেকেও। এই ছবি শেয়ার করেই জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি। লিখলেন ‘ইউ লুক ফ্যাট… হ্যাপি বার্থ ডে স্টার’। আর কাভি খুশি কাভি গম যারা দেখেছেন তাঁরা জানেন এই ‘PHAT’ কথার অর্থ ‘Pretty Hot And Tempting’। দেখুন করিনার সেই ভালোবাসা ভরা পোস্টখানা–
অনন্যা গোলাপি রঙের সিক্যুইনড ক্রপ টপের সঙ্গে এদিন পরেছিলেন বেইজ রঙের মিনি স্কার্ট। গোলাপি রঙের মিনি শোল্ডার ব্যাগ নিয়েছিলেন আর গোলাপি রঙেরই স্নিকার্স। চোখে শিমারি আইশ্যাডো, ন্যুড লিপস্টিক, আর গালে ব্লাশারের ছোঁয়া। করিনার ‘পু’ চরিত্রটার মতোই কিন্তু লাগছিল দেখতে!
আপাতত খবরে রয়েছেন অনন্যা আদিত্য রায় কাপুরের সঙ্গে তাঁর প্রেমের খবর নিয়েও। সোনম কাপুরের বাড়ির দিওয়ালি পার্টিতে এসেছিলেন তাঁরা একসঙ্গে। আর কাজের সূত্রে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে ‘লাইগার’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। বক্স অফিসে তেমন লক্ষ্মীলাভ করতে পারেনি এই ছবি। আসন্ন সিনেমার মধ্যে রয়েছে আদর্শ গৌরব এবং সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ‘খো গায়ে হাম কাহা’ এবং আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ড্রিম গার্ল ২’।
For all the latest entertainment News Click Here