সবার ভালোবাসায় সেরে উঠেছেন রনি, বিশেষ ধন্যবাদ জানালেন মিরাক্কেলের টিমকে
গ্যাস বেলুন বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়ার পর এখন অনেকটাই সেরে উঠেছেন বাংলাদেশের কৌতুক শিল্পী আবু হেনা রনি। সেই দুর্ঘটনায় শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এখন হাতে একটু ঘা রয়েছে, বাদবাকি পুরোটাই সুস্থ। আর নিজের শরীরের আপডেট দিয়ে সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন রনি। যেখানে নিজের শুভানুধ্যায়ী, মিরাক্কেলর সবাই, নিজের দেশের পুলিশ, যেই হাসপাতালে ভর্তি ছিলেন সেখানকার ডাক্তার আর নার্সদের প্রশংসা করলেন।
দুর্ঘটনার কথা প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বিগ্ন ছিলেন রনির সহকর্মী এবং অনুরাগীরা। সকলেই তাঁর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় দিন গুনেছেন। অগুনতি মানুষের প্রার্থনা বিফল হয়নি। আর রনি ভিডিয়ো শেয়ার করে জানালেন, সবার আশীর্বাদ আর আল্লার রহমতে তিনি সুস্থ হয়ে গেছেন।
১৭ সেপ্টেম্বর ঘটেছিল এই ঘটনা। বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল রনিকে। এক ফেসবুক পোস্টে সপ্তাহখানেক আগে রনি লিখেছিলেন, ‘আলহাম্দুলিল্লাহ ,অনেকটা ভালো এখন। আকাশ দেখছি হাসপাতালে বসে। চারপাশের সুন্দর মানুষদের দোয়ায় এবং চেষ্টায় সুন্দর হয়ে উঠছে আমার চারিদিক। আপনাদের কথা কখনও যেন ভুলে না যাই। ভালোবাসা সবার জন্য।’
রনি নিজের ভিডিয়োবার্তা জানান, বাংলাদেশের পুলিশের তরফে তাঁকে বারবার বলা হয়েছিল তাঁরা দায়িত্ব নিয়ে তাঁকে বাইরে গিয়ে চিকিৎসা করাতে চান। এমনকী, দেশের বাইরে থাকা বন্ধুরাও সেইবার্তা দিয়েছিল। কিন্তু তিনি চেয়েছিলেন, দেশের মধ্যে থেকেই সেরে উঠতে। নিজের দেশের চিকিৎসাব্যবস্থার উপর তাঁর সম্পূর্ণ আস্থা ছিল।
ধন্যবাদ জানান মীরাক্কেলের টিমকে। তিনি সেই শো-তে অংশ নেওয়ার এত বছর পরেও যেভাবে মীর, শ্রীলেখা, রণিদা (রজতাভ দ) নিজে থেকে তাঁর খোঁজ নিয়েছেন, যেভাবে তাঁর জন্য পোস্ট করেছেন তা মন ছুঁয়ে গিয়েছে রনির।
For all the latest entertainment News Click Here