বিদ্যুৎ বিভ্রাট নিজামের শহরে, কলকাতায় পিছিয়ে গেল ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি
নিজামের শহর হায়দরাবাদে বিদ্যুৎ বিভ্রাট। তার জেরে কলকাতায় ২০ মিনিট পিছিয়ে গেল ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগানের ম্যাচ। আয়োজকদের তরফে জানানো হয়েছে, সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট থেকে কলকাতা ডার্বি শুরু হবে।
শনিবার বিকেল ৫ টা ৩০ মিনিট থেকে হায়দরাবাদে গাচ্চিবৌলি অ্যাথলেটিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এফসি এবং হায়দরাবাদ এফসি। খেলা শুরুর আট মিনিটের মধ্যে একটি স্তম্ভের আলো নিভে যায়। তার জেরে থমকে যায় খেলা। কিছুক্ষণ পর আলো ফিরতে খেলা শুরু হয়। তারইমধ্যে গোল করে হায়দরাবাদ। কিন্তু খেলা শুরু হওয়ার পর সাত মিনিটে কাটতে না কাটতেই ফের নিভে যায় বাতিস্তম্ভের আলো। ফ্লাডলাইটে আলো আসার পর ফের খেলা শুরু হয়।
আরও পড়ুন: টানা ৬টি ডার্বি জয় ATK MB-র, ভাঁড়ার ফাঁকা EB-র, দেখুন হাইভোল্টেজ ম্যাচের পরিসংখ্য়ান
পরবর্তীতে আর কোনও সমস্যা না হলেও নির্দিষ্ট সময় ম্যাচ শেষ করা যায়নি। নির্ধারিত সময়ের পরও খেলা চলতে থাকে। সংশ্লিষ্ট মহলের মতে, সেই পরিস্থিতিতে সন্ধ্যায় ৭ টা ৩০ মিনিট থেকে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের ডার্বি শুরু হলে যে কোনও একটি ম্যাচের সম্প্রচার ব্যাহত হত। তাই ডার্বির কিক-অফের সময় ২০ মিনিট পিছিয়ে দেওয়া হয়। তবে কী কারণে ম্যাচ পিছিয়ে গিয়েছে, তা সরকারিভাবে জানানো হয়নি। আইএসএলের তরফে শুধুমাত্র জানানো হয়েছে, সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে কিক-অফ হবে।
আরও পড়ুন: ATKMB vs EB Live: পিছিয়ে গেল ডার্বি, নির্ধারিত সময়ের ২০ মিনিট পরে শুরু হবে খেলা
যদিও আদৌও ৭ টা ৫০ মিনিটে কিক-অফ হবে কিনা, তা নিয়ে ধন্দ আছে। কারণ এখনও চলছে হায়দরাবাদ এফসি বনাম এফসি গোয়া ম্যাচ চলছে। তার জেরে কিছুটা উদ্বেগে পড়ে গিয়েছেন যুবভারতীর ক্রীড়াঙ্গনে উপস্থিত দর্শকরা। কারণ অনেক সমর্থকই বহু দূর থেকে এসেছেন। দেরিতে খেলা শুরু হওয়ায় রাতে কীভাবে বাড়ি ফিরবেন, তা নিয়ে উদ্বেগে পড়ে গিয়েছেন। অনেকের আবার বক্তব্য, বাড়ি ফেরার বিষয়টা পরে দেখা যাবে। ডার্বিতে প্রিয় দল জিতলে সেইসব উদ্বেগ চাপা পড়ে যাবে।
For all the latest Sports News Click Here