Zimbabwe বানান ভুল! সাত বছর আগের টুইট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন বাবর
প্রতিবেশী দেশ পাকিস্তান ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের কাছে পরাজিত হয়েছিল। জিম্বাবোয়ের মতো দুর্বল দলের বিরুদ্ধে এই পরাজয় হজম করতে না পেরে বাবর ব্রিগেডের তীব্র সমালোচনা করছেন সবুজ দলের প্রাক্তন ক্রিকেটাররা। নেট মাধ্যমেও বাবররা সমালোচিত হচ্ছেন।
এদিকে জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের পরে বাবর আজমের কয়েক বছর আগেকার টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। ভক্তরা বাবরের এই পুরাতন টুইট নিয়ে তাঁকে মজা করছেন। ২০১৫ সালে একটি টুইট করেছিলেন পাকিস্তানি অধিনায়ক। এ সময় তিনি টুইট করে লেখেন,‘ওয়েলকাম জিম্বাবোয়ে।’এ সময় জিম্বাবোয়ের বানান ভুল লিখেছিলেন বাবর আজম।
আরও পড়ুন… কোকেনে আসক্ত ছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক! এই কারণে যেতেন না করাচি
জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের পর এখন টুইটের মাধ্যমে তাঁকে টার্গেট করতে শুরু করেছেন ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘জিম্বাবোয়ের ভুল বানানলেখার জন্য তারা এর প্রতিশোধ নিয়ে নিয়েছে।’ আসলে বাবর লিখেছিলেন,‘Welcome zimbaway’অর্থাৎ ‘zimbabwe’ এর বদলে‘zimbaway’ লিখে ফেলেছিলেন। এরপরেই শুরু হয় বিতর্ক এবং পাক অধিনায়ককে ট্রোল করার কাজ।
আমরা আপনাকে বলি যে পাকিস্তান বনাম জিম্বাবোয়ে ম্যাচে টস জিতে জিম্বাবোয়ে আট উইকেট হারিয়ে ১৩০ রান করেছিল। একই সময়ে ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান করতে পারে বাবর আজমের দল। এভাবেই রোমাঞ্চকর ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে এক রানে হারের মুখে পড়তে হয়েছিল পাকিস্তানকে।
আরও পড়ুন… ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের ঘোষণা, সুযোগ পেলেন শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে
এই হারের পরে পাকিস্তান ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। অঙ্ক বলছে এমন অবস্থায় আইসিসি-র এই টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা পাকিস্তানের পক্ষে কঠিন। তবে হ্যারিস রউফ জানিয়েছেন তারা লড়াই করতে প্রস্তুত।
হ্যাঁ, এ বছর পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে তাদের বাকি তিনটি ম্যাচ জিততে হবে এবং প্রার্থনা করতে হবে যেন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে অন্তত দুটি ম্যাচ হারে। পাকিস্তানের পরের তিনটি ম্যাচ জিতলে ৬ পয়েন্ট নিয়ে সুপার-12 পর্ব শেষ করবে,আর যদি দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ে তাদের পরের দুটি ম্যাচ হেরে যায়,তাহলে তারা ৫ পয়েন্টে পৌঁছতে সক্ষম হবে। এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান। টিম ইন্ডিয়া যদি দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে পরের তিনটি ম্যাচের মধ্যে মাত্র দুটি খেলতে হবে। টিম ইন্ডিয়া যদি এই দুটি ম্যাচেই জিততে পারে,তবে ভারত শুধু সেমিফাইনালেই যাবে না, পাকিস্তানের পথও কিছুটা খুলে দেবে।
For all the latest Sports News Click Here