T20-কে জাতে তুললেন বিরাট, MCG-র ইনিংস ভগবত গীতা! কোহলির প্রশংসায় গ্রেগ চ্যাপেল
টি-টোয়েন্টি ক্রিকেটকে কখনও শিল্প বলে মনে হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে সেই টি-টোয়েন্টি ক্রিকেটকে জাতে তুললেন বিরাট কোহলি। এমনই মন্তব্য করলেন গ্রেপ চ্যাপেল। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারের মন্তব্য, মেলবোর্নে কোহলির ইনিংসটা যেন ভগবত গীতার স্বরূপ।
শুক্রবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ডে একটি প্রতিবেদন লেখেন ভারতীয় দলের প্রাক্তন কোচ গ্রেগ। সেখানে কোহলির প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, ‘ভগবত গীতা হল একটি পবিত্র বই। যা হিন্দুধর্মের মূল ভিত্তি। আক্ষরিক অর্থে ভগবত গীতার অর্থ হল ভগবানের গান। টি-টোয়েন্টিতে ভগবানের গানের সবথেকে কাছে যেতে পারে, এমন একটি ইনিংস খেলেছেন বিরাট কোহলি।’
সেখানেই শেষ হয়নি, বিরাটের প্রশংসা করতে গিয়ে প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা মন্তব্য করেন, প্রাক্তন ভারতীয় অধিনায়কের সেই দুর্দান্ত ইনিংসের জন্য শিল্পে পরিণত হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট। যা গত ১৫ বছরে বিশ্বের তাবড়-তাবড় ব্যাটারদের অসামান্য সব ইনিংসের পরও শৈল্পিক স্তরে পৌঁছাতে পারেনি বলে মনে করেন চ্যাপেল। যিনি ভারতীয় পুরুষ দলের কোচ থাকার সময় তারুণ্যের উপর জোর দিয়েছিলেন। প্রবল বিরোধী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
আরও পড়ুন: T20 World Cup: ‘চাপে পড়লে বোঝা যায়’, বিরাট কোহলিকে নিয়ে বড় মন্তব্য BCCI সভাপতি রজার বিনির
সেই চ্যাপেল ওই প্রতিবেদনে লিখেছেন, ‘আমি যতদিন ক্রিকেটে দেখছি, ততদিন এমন কোনও ইনিংসের সাক্ষী থাকিনি, যেখানে ওই ইনিংসের (বিরাটের ইনিংসে) মতো শিল্পকার্য ফুটে উঠেছে। তাৎপর্যপূর্ণভাবে এই ইনিংসের ফলে শিল্পের স্বীকৃতি পেয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট। গত ১৫ বছর ক্রিকেট দেখার অভিজ্ঞতায় সেই কথাটা বলতে আমি ভয় পেয়ে এসেছি। (শুধু তাই নয়), আমি এটা ভেবে অত্যন্তত আনন্দিত যে এই ইনিংসটা এমন একজন খেলেছে, যে গত ১৪৫ বছরে টেস্ট ক্রিকেটের অন্যতম কট্টর সমর্থক এবং অস্ত্র।’
আরও পড়ুন: Viral Video: হাতে ফ্র্যাকচার হয়ে যাবে তো! কোহলিকে দেখেই গিলক্রিস্টের উৎসাহী হ্যান্ডশেক দেখে ফুট কাটল নেটিজেনরা
বিরাটের ‘অতিমানবিক’ ইনিংস
গত রবিবার মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন বিরাট। যে ইনিংসটা ছাড়া পাকিস্তানকে হারাতে পারত না ভারত। ১৬০ রান তাড়া করতে নেমে একটা সময় ভারতের স্কোর চার উইকেটে ৩১ রানে দাঁড়িয়েছিল। সেখান থেকে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ভারতের ইনিংস টানতে থাকেন বিরাট। একটা সময় মনে হয়েছিল, ম্যাচটা জিততে চলেছে পাকিস্তান। পুরোপুরি পাকিস্তানের দখলে ছিল ম্যাচটা। ভারতের হাতেই ছিল না। সেখান থেকে ভারতকে জিতিয়ে দেন বিরাট।
For all the latest Sports News Click Here