‘সাবধান করলাম’! কুকুরের লেজে বাজি ফাটানো নিয়ে আমজনতাকে হুশিয়ারি দিলেন শ্রীলেখা
হিন্দুরা দিওয়ালিকে সাধারণত আলোর উৎসব হিসেবেই পালন করে থাকেন। গোটা দেশ এদিন সেজে ওঠে আলোর মালায়। মোমবাতি, প্রদীপ, রং-বেরঙের টুনিলাইট দিয়ে সেজে ওঠে বাড়িবাড়ি। তবে দীপাবলিতে আরও একটা জিনিস চোখে পড়ে আর তা হল বাজি। একাধিক সংস্থার তরফে বাজিতে রোখটোক লাগানো হয়েছে। কারণ এতে শুধু যে বাতাস দূষিত হয় তা নয়, কালীপটকা-চকোলেটবোমার মতো শব্দবাজিতে হয়রানি হয় বাচ্চা-বয়স্ক থেকে শুরু করে পশুদেরও। ইতিমধ্যেই তা নিয়ে গলা তুলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
চারপেয়েদের নিজের সন্তানতুল্য মনে করেন শ্রীলেখা। এর আগেও নানা সময়ে এদের নিয়ে পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। শনিবার রাতে অভিনেত্রী ফেসবুকে লিখলেন, ‘ইতিমধ্যেই শব্দবাজির আওয়াজ পাওয়া যাচ্ছে। বয়স্কমানুষ এবং কুকুরবেড়ালদের কথা ভেবে একটু না হয় উৎসবের রাজ্যে একটু কম উৎসব হোক। মানুষের তুলনায় ওরা একটু বেশি শোনে। সবাই বেঁচেবর্তে থাকুক। গতবারের মতো এবারেও যদি শোনা যায় কুকুরের লেজে বাজি ফাটানো হয়েছে, তো ভাই যে করবে তার খবর আছে। সাবধান করলাম!’ প্রসঙ্গত, টেট আন্দোলনকারীদের সমর্থনেও ইতিমধ্যে ফেসবুকে হাজারও পোস্ট করেছেন অভিনেত্রী। শনিবার নাগরিক মিছিলেও হাঁটেন তিনি।
কালীপুজোও দীপাবলির মতো আলোর উৎসবে কোনওরকমের অপরাধ যাতে না ঘটে সেজন্য সব রকমের প্রস্তুতি নিয়ে রাখছে কলকাতা পুলিশও। শব্দবাদি ও দূষণবাড়ানো আলোর বাজির উপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি হয়েছে। কোনও বিক্রেতা বা ক্রেতা ধরা পড়লেও রয়েছে কড়া শাস্তি। গত দু’দিনে সাড়ে সাত হাজার কিলো নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ।
For all the latest entertainment News Click Here