SMAT 2022: অভিমন্যু ছাড়া ব্যর্থ বাকি ব্যাটাররা, চণ্ডীগড়ের কাছে বাজে হার বাংলার
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার জয় রথটা দিব্যি গড়গড় করেই এগোচ্ছিল। কিন্তু হঠাৎ-ই মুখ থুবড়ে পড়ল লক্ষ্মীরতন শুক্লার টিম। শনিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে চণ্ডীগড়ের কাছে হেরে বসে থাকল তারা। ভাগ্যিস, আগেই শেষ আটে উঠে গিয়েছিল বাংলা। তা না হলে কপালে দুঃখ ছিল অভিমন্যু ঈশ্বরণদের
ব্য়াটিং থেকে বোলিং সবেতেই এ দিন ব্যর্থ বাংলা। কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা মজবুত করার কারণেই হয়তো এদিন গা-ছাড়া ভাব এসেছিল বাংলা টিমের মধ্যে। যার জেরে তাদের এ দিন ৮ উইকেটে বাজে ভাবে হারতে হল। ১৭ বল বাকি থাকতেই এ দিন সহজ জয় ছিনিয়ে নিল চণ্ডীগড়।
আরও পড়ুন: গোড়ালি ভেঙে SMAT থেকে ছিটকে গেলেন বেঙ্কটেশ, IPL 2023-এ খেলতে পারবেন KKR-এর হয়ে?
তবে বাংলা কিন্তু ম্যাচ হেরেও গ্রুপ শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করল। আগামী ১ নভেম্বর কলকাতায় হিমাচল প্রদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলা।
এ দিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চণ্ডীগড়। প্রথমে ব্যাট করতে নেমে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলা। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ বাদে কেউ দাঁড়াতেই পারেননি। মাত্র ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে থাকে বাংলা। ওপেন করতে নেমে অভিষেক পোড়েল করেন ২। তবে আর এক ওপেনার এবং বাংলার অধিনায়ক অভিমন্যু একমাত্র ৪২ বলে ৪৬ করেন। এ ছাড়া অগ্নিভ পান ৬, সুদীপ কুমার ঘরামি ৫, ঋত্ত্বিক রায়চৌধুরী করেন ৮। শাহবাজ আহমেদ করেন ১৫। ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৮ করেন।
আরও পড়ুন: ওড়িশার বিরুদ্ধে ইশানের ঝড়ো শতরান, এই নিয়ে 2022 SMAT-তে তৃতীয়, গড়লেন নজির, জেতালেন ঝাড়খণ্ডকে
আটে ব্যাট করতে নেমে করণ লাল ১২ বলে ২৭ করেন। প্রদীপ্ত প্রামাণিক ৮ বলে অপরাজিত ১৫ করেন। নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে বাংলা ১৩৫ রান করে। চণ্ডীগড়ের বোলার জগজিৎ সিং ৩ ওভারে ২৮ রানে ৩ উইকেট নেন। ভাগমেন্দর লাথার নেন ২ উইকেট।
ব্যাট করতে নেমে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চণ্ডীগড়। বাংলার বোলাররাও এ দিন হতাশ করেন। দুই ওপেনার মনন ভোরা (১২) এবং হার্নুর সিংহ (২৭) ফিরে যান ৫০ রানের মধ্যে। এর পর অঙ্কিত কৌশিক (অপরাজিত ৫৭) এবং ভাগমেন্দর লাথার (অপরাজিত ৩২) ৮৯ রানের জুটি গড়ে দলকে ৮ উইকেটে সহজ জয় এনে দেন। বাংলার গীত পুরী এবং আকাশ দীপ ১টি করে উইকেট নিয়েছেন।
For all the latest Sports News Click Here