কাউন্টির পরে মুস্তাক আলি মাতাচ্ছেন পূজারা, ব্যাট হাতে দাবি জানাচ্ছেন IPL-এ ফেরার
একসময় স্লো স্ট্রাইক-রেটের জন্য টেস্টেও অচলের তকমা দেওয়া হচ্ছিল চেতেশ্বর পূজারাকে। ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারছিলেন না বলে বাদও পড়তে হয়েছিল ভারতের টেস্ট দল থেকে। তবে সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে গিয়ে ছবিটা বদলে দেন পূজারা।
প্রথমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের অসাধারণ পারফর্ম্যান্স দিয়ে টেস্ট দলে ফেরেন পূজারা। পরে রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে সম্পূর্ণ অচেনারূপে ধরা দেন তিনি। চার-ছক্কার ঝড় তুলে একের পর এক বড় রানের ইনিংস খেলেন চেতেশ্বর। সীমিত ওভারের ক্রিকেটে এমন ধ্বংসাত্মক মেজাজে পূজারাকে ব্যাট করতে দেখে রীতিমতো হতবাক হয়ে যান ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
উল্লেখযোগ্য বিষয় হল, দু-একটি ম্যাচে নয়, বরং সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে বড় রানের ইনিংস গড়তে থাকেন চেতেশ্বর। সেই ধারাবাহিকতা তিনি বজায় রাখেন চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও।
আরও পড়ুন:- Video: বিষাক্ত ইয়র্কারে আফগান ওপেনারকে হাসপাতালে পাঠালেন আফ্রিদি, স্ট্রেচার নেই, সতীর্থর কাঁধে চড়ে মাঠ ছাড়লেন গুরবাজ
মুস্তাক আলিতে সৌরাষ্ট্রের হয়ে প্রথম চারটি ইনিংসে ব্যাট করতে নেমে পূজারা ২টি হাফ-সেঞ্চুরি করেন। আরও একটি ম্যাচে দলের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। চারটি ইনিংসে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৪২.৭৫ গড়ে সাকুল্যে ১৭১ রান। দলের হয়ে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পূজারার স্ট্রাইক-রেট ১৪৪.৯১। তিনি ২১টি চার ও ৬টি ছক্কা মেরেছেন।
আরও পড়ুন:- T20 World Cup 2022: ফের ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে, চোট পেয়ে নেদারল্যান্ডস ম্যাচে নেই ফর্মে থাকা পেসার, অনিশ্চিত বিশ্বকাপে
চার ম্যাচে চেতেশ্বরের ব্যক্তিগত ইনিংস:-
বনাম বরোদা: ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ১৪ রান।
বনাম নাগাল্যান্ড: ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৬২ রান।
বনাম গুজরাট: ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৩৮ রান।
বনাম হিমাচলপ্রদেশ: ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫৭ রান।
এমন পারফর্ম্যান্স দিয়ে পূজারা ভারতের টি-২০ স্কোয়াডে ঢুকে পড়বেন, এমনটা ভাবা বোকামি। তবে ধারাবাহিকতা বজায় রাখলে আইপিএলের আঙিনায় ফিরে আসতেই পারেন চেতেশ্বর।
For all the latest Sports News Click Here