গৌরীর পায়ের ছাপ মা লক্ষ্মীর আলপনা হয়ে ফুটলো! উঠল হিন্দু ধর্মের অপমানের অভিযোগ
বর্তমানে বাংলার এক নম্বর শো ‘গৌরী এলো’। জি বাংলার এই চর্চিত ধারাবাহিকের একটি দৃশ্য ঘিরে আপতত নেটমাধ্যমে আলোচনা আর সমালোচনার ঝড়। এর আগে লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসাকে দেবীরূপে পুজো করে ট্রোলড হয়েছিল গৌরী, আর এবার তো সব সীমাই পার করল নির্মাতারা!
‘গৌরী এলো’ ধারাবাহিকে শুরু থেকেই দেখানো হয়েছে গল্পের নায়ক এবং নায়িকা দুজনেই মহাদেব এবং কালী মায়ের আশীর্বাদ ধন্য। যদিও ঈশান (বিশ্বরূপ) আধুনিক চিন্তাধারার মানুষ, পেশায় ডাক্তার- অলৌকিক শক্তির উপর তাঁর বিশ্বাস নেই। অন্যদিকে ‘ঘোমটা কালী’ মায়ের ভক্ত গৌরীর ধ্যান-জ্ঞান মা কালী। দুর্গাপুজো শেষে আপতত লক্ষ্মীপুজোর সেলিব্রেশনে মেতেছে ঘোষাল বাড়ি। আর সেই এপিসোডেই এমন এক দৃশ্য দেখানো হল যা দেখে হাসি থামছে না নেটপাড়ার। পাশাপাশি হিন্দু ধর্ম নিয়ে ভুল তথ্য পরিবেশনের জেরেও চটেছেন কেউ কেউ।
কোজাগরী লক্ষ্মীপুজোয় লাল মেঝেতে খড়িমাটি বা চালের গুঁড়োর শ্বেতশুভ্র আলপনার চল অতি প্রাচীন। বলা হয়, ঘরের চৌকাঠ পেরিয়ে মা চুপচাপ প্রবেশ করেন সেই ভক্তের ঘরে যে নিষ্ঠাভরে সারারাত জেগে থাকে। ‘গৌরী এলো’র দৃশ্যে দেখা গেল মা লক্ষ্মীর পায়ের ছাপ তৈরি করতে গিয়ে হিমসিম খাচ্ছে সকলে। এমনকি ঈশানের ছোট ঠাম্মির হাতে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় আলপনা দেওয়ার জন্য তৈরি চাল গোলা। এরপর যা দেখা গেল তা দেখে ভিরমি খাবেন আপনি। সেই চাল গোলায় এক পা দিল গৌরী। এরপর গটগটিয়ে হেঁটে ভিতরে ঢুকল সে। আর ওমনি অবিকল মা লক্ষ্মীর দু-পায়ের ছাপ তৈরি হয়ে গেল ঘরে।
এক পা চাল গোলায় দিয়েও কীভাবে দু-পায়ের ছাপ দেখানো হল? পাশাপাশি মা লক্ষ্মীর পায়ের ছাপে চারটে আঙুল দেখানো হয়েছে। যা দেখে ট্রোলিং-এর বন্যা। মা লক্ষ্মীর পায়ে চারটে আঙুল এই তথ্য কোথায় মিলেছে? তা কর্তৃপক্ষের কাছে জানতে চায় অনেকেই। কেউ কেউ সনাতন হিন্দুধর্ম নিয়ে ছেলেখেলার অভিযোগ পর্যন্ত তুলেছে। একজন লিখেছেন, ‘জীবনে আর কী কী দেখতে হবে? মানুষের পায়ের ছাপ নাকি ওমন এক লাইনের হয়!’ আরেকজন লেখেন-‘মা লক্ষ্মীর পায়ে বুঝি চারটে আঙুল?’ এক নেটিজেন লেখেন- ‘ফাজলামির একটা সীমা থাকে, এরা সব ক্রস করে ফেলেছে’।
আপনি দেখেছেন গৌরী এলোর সেই ভাইরাল দৃশ্য? না দেখলে চটপট দেখে নিন-
তবে ট্রোলিং বা বিতর্ক সঙ্গে থাকলেও ‘গৌরী এলো’র জনপ্রিয়তা নিয়ে কোনও দ্বিমত নেই। টিআরপি তালিকায় জি বাংলা-কে মজবুত জায়গায় পৌঁছে দিয়েছে এই সিরিয়াল। আগামিকাল (বৃহস্পতিবার) সামনে আসবে টিআরপি রিপোর্ট। এই সপ্তাহেও মজবুত জায়গাতেই থাকবে ‘গৌরী এলো’।
For all the latest entertainment News Click Here