‘বিরাট কোথায়? কোহলি ছাড়া টিম ইন্ডিয়া!’ ICC ভিডিয়ো ঘিরে নতুন বিতর্ক
মঙ্গলবার আইসিসি নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রিল পোস্ট করেছে। এই ভিডিয়োতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা,সহ-অধিনায়ক কেএল রাহুল, তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব এবং প্রিমিয়ার লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালকে দেখতে পাওয়া যাচ্ছে। এই ভিডিয়োতে রোহিত, রাহুল,সূর্যকুমার এবং চাহালকে বুকে হাত রাখতে দেখা গিয়েছে।একটি মিউজিকের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের এই ভিডিয়োকে পোস্ট করেছে আইসিসি। এই ভিডিয়োর ক্যাপশনে লেখা ছিল,‘আপনি কি ভারতের জন্য প্রস্তুত?’
এটি একটি ইতিবাচক ভিডিয়ো ছিল,সম্ভবত বিশ্বকাপের সুপার 12 পর্ব শুরু হওয়ার আগে ভক্তদের তাদের দলের পাশে থাকতে উৎসাহিত করার হয়েছে। সেই জন্যেই আইসিসি এই ভিডিয়ো পোস্ট করেছে। এই ভিডিয়ো পোস্টকরার পরে আইসিসি সমালোচিত হচ্ছে। কারণ ভিডিয়োতে কোহলিকে দেখা যাচ্ছে না। বিরাটের অনুপস্থিতিতেই ভক্তরা সমালোচনার ঝড় তুলেছেন। আইসিসির ভিডিয়োতে ভারতের প্রতিনিধিত্বকারী প্রাক্তন ভারত অধিনায়ককে না দেখে ভক্তদের মন খারাপ হয়ছে।
আরও পড়ুন… T20 World Cup: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেন খেললেন না জিম্বাবোয়ের অধিনায়ক! সামনে এল চিন্তার কারণ
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ডিজিটাল মিডিয়ার বেশ সক্রিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যেক দলের ভিডিয়ো ব্যবহার করে প্রত্যেক দলের ভক্তদের মধ্যে টুর্নামেন্টের জ্বরকে আরও বৃদ্ধি করে তুলছে। তবে বাকি দল একদিকে আর ভারতীয় ক্রিকেট দল যে একদিকে সেটা বুঝতে হবে আইসিসিকে। কারণ এখানে ক্রিকেটই হল সবকিছু। তাই ক্রিকেট সম্বন্ধে কোনও ছোট ভুলকেও ক্ষমা করা হয় না। এর মাঝে টিম ইন্ডিয়ার ভিডিয়োতে বিরাট কোহলিকে ছাড়াই পোস্ট করা যে বড় ভুল হয়েছে তা এখন বুঝতে পারছে আইসিসি।
যখনই ভারতীয় ক্রিকেট ভক্তদের কথা আসে,তখনই অনেক কিছু ঝুঁকির মধ্যে থাকে। ভারতীয় ভক্তরা সাম্প্রতিক আইসিসির এই ইনস্টাগ্রাম রিলটিকে ট্রল করতে থাকে। সকলেই লিখতে থাকে বিরাট কোহলি ছাড়া আবার ভারতীয় দল কীসের। কেউ কেউ লেখেন বিরাট কোহলি কোথায়?একজন লেখেন বিরাট কোহলি ছাড়া দল কিছুই নয়।
আরও পড়ুন… দেখুন অজিদের বুদ্ধি! ফিল্ডিং পেনাল্টি এড়াতে ICC-র নিয়মের প্রতিরোধক বের করে ফেলল অস্ট্রেলিয়া
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দারুণ ফর্মে ছিলেন বিরাট কোহলি। তাঁর দুর্দান্ত ফিল্ডিংয়ের কারণেই ভারত ছয় রানে ম্যাচ জিততে সক্ষম হয়েছিল। কোহলি এই ম্যাচে ব্যাট হাতে ১৯ রান করেছিলেন। তবে ফিল্ডিং-এ চমক দেখিয়েছিলেন বিরাট। ম্যাচের ১৯তম ওভারে ডাইরেক্ট হিট করে টিম ডেভিডকে রান আউট করেন এবং তারপর ম্যাচের শেষ ওভারে প্যাট কামিন্সের অসাধরাণ ক্যাচ ধরেন।
বুধবার একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে এই ম্যাচে ভেস্তা যায়। বলা বাহুল্য ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে সুপার 12 পর্বে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করার সময় বিরাট কোহলি ভারতের অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছেন।
For all the latest Sports News Click Here