Fact Check: সত্যি কি বন্ধ হচ্ছে কার্টুন নেটওয়ার্ক? সোশ্যাল মিডিয়া লিখছে ‘RIP’…
Is Cartoon Network shutting down? Know Details: শুক্রবার রাত থেকে ঝড়ের গতিতে একটা খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দাবি করছে, বন্ধ হচ্ছে কার্টুন নেটওয়ার্ক। আর যা শুনে নানা ধরনের বক্তব্য পেশ করেছেন নেট-নাগরিকরা। এই খবর কি সত্যি? অবশেষে প্রতিক্রিয়া এল কার্টুন নেটওয়ার্ক স্টুডিয়ো আর ওয়ার্নার ব্রাদার্সের তরফ থেকে। দেখে নিন কী খবর দিল তারা।
ওয়ার্নার ব্রাদার্সের পাঠানো সম্প্রতিতম মেমো অনুসারে, কোম্পানির তরফে প্রায় ৮২জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে অন্যামেশন, স্ক্রিপ্টেড আর আন-স্ক্রিপ্টেড ডিভিশন থেকে। কার্টুন নেটওয়ার্ক আর ওয়ার্নার ব্রাদার্স চ্যানেল একত্রিত হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার একত্রিত হয়ে নাম হবে ‘Warner Bros’। আর মিডিয়া রিপোর্ট বলছে, নতুন বিজনেস মডেল নিয়ে আসবে এই কোম্পানি, তাই নতুন প্রার্থীরও খোঁজ চলছে।
আসলে নেট-নাগরিকদের মন খারাপের কারণ অবশ্যই হারিয়ে যাবে এরপর হয়তো আসতে আসতে ‘কার্টুন নেটওয়ার্ক’ নামটাই। নব্বইয়ের দশকের বাচ্চাদের কাছে যা নস্টালজিয়ার থেকে কম কিছু নয়। মা-বাবার হাজার বকুনি খেয়েও, পড়াশোনায় ফাঁকি দিয়ে ওই চ্যানেল দেখেই যে বেড়ে ওঠা।
সোশ্যাল মিডিয়া ছয়লাপ নানা রকমের পোস্টে। কেউ কেউ লিখেছেন ‘RIP’। প্রসঙ্গত, ‘টম অ্যান্ড জেরি’, ‘টকিং টম’, ‘পাওয়ার প্লেয়ারস’, ‘সুপারম্যান’, ‘ব্যাটম্যান’, ‘বেন-১০’ সিরিজের কার্টুনগুলো প্রচার হয়েছে কার্টুন নেটওয়ার্ক চ্যানেলেই। ১৯৯২ সালের ১ অক্টোবর যাত্রা শুরু হয়েছিল। এভাবে যে তা থেমে যাবে কেউ বোধহয় স্বপ্নেও ভাবেনি, বিশেষ করে সেই শিশুমনগুলো যা ওখান থেকেই শিখেছিল কল্পনার জগতে বিচরণ।
For all the latest entertainment News Click Here