অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই শেষ ৬ লক্ষ টিকিট
শুভব্রত মুখার্জি: গোটা বিশ্বে ক্রিকেট নিয়ে উৎসাহ, উন্মাদনা, উদ্দীপনার কোন খামতি নেই। ধীরে ধীরে বাড়ছেও জনপ্রিয়তা। তার প্রমাণ ফের একবার পাওয়া গেল অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলা আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রথম বল গড়ানোর আগেই। ইতিমধ্যেই টুর্নামেন্টের জন্য আইসিসির তরফে যে টিকিট ছাড়া হয়েছিল তার ৬ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যে পরিসংখ্যানটা রীতিমতো চমকপ্রদ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছেও।
শুক্রবার আয়োজকদের তরফে এক বিবৃতিতে এমনটাই দাবি করা হয়েছে। তাদের তরফে এই পরিসংখ্যান তুলে ধরে দাবি করা হয়েছে এর থেকেই আগাম বোঝা যাচ্ছে টুর্নামেন্ট কতটা জনপ্রিয়তা পেতে চলেছে। এই রবিবারেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। প্রথমে প্রাথমিক পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। ২২ অক্টোবর থেকে ২২ গজে নামবেন ‘বড় দাদারা’। সেদিন প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দল। ফের একবার ‘ট্রান্স তাসমান’ লড়াইয়ের সাক্ষী থাকবে দুই দেশের সমর্থকরা।
অস্ট্রেলিয়ার সাতটি শহরে হবে খেলাগুলো। গতবারের ফাইনালে খেলা দুই দল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলবে এই ম্যাচটি। এই ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। পরের দিন ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান দুই দল। সেই ম্যাচের জন্য ইতিমধ্যেই ৯০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। প্রথম দিনের কয়েকটি টিকিট এই মুহূর্তে বিক্রি বাকি রয়েছে। উল্লেখ্য প্রথম দিন প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং নামিবিয়া। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং আমিরশাহি। দুটি ম্যাচ খেলা হবে গেলংয়ের ৩৬ হাজার দর্শকাসন বিশিষ্ট কার্ডিনিয়া স্টেডিয়ামে।
For all the latest Sports News Click Here