ওয়ার্নারকে অধিনায়কের ভূমিকায় পাওয়া যাবে? উঠে যেতে পারে তাঁর নেতৃত্বের নিষেধাজ্ঞা
ডেভিড ওয়ার্নারকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাঁর উপর থেকে তুলে নেওয়া হতে পারে নেতৃত্বের নিষেধাজ্ঞা। সম্ভবত ওয়ার্নারকে ফের নেতৃত্বে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সূত্রের খবর থেকে জানা গিয়েছে, ওয়ার্নারকে নেতৃত্বে ফিরিয়ে আনতে বোর্ডের শৃঙ্খলাবিধিই বদলে ফেলতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। শুক্রবার হোবার্টে বোর্ডের বৈঠক রয়েছে। সেখানেই সম্ভবত ওয়ার্নারকে নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
২০১৮ সালে বল বিকৃতি বিতর্কের সঙ্গে সরাসরি যোগ থাকার কারণেই বড় শাস্তির মুখে পড়তে হয়েছিল ওয়ার্নারকে। সেই সময়ে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ছিলেন ওয়ার্নার। বল বিকৃতি কাণ্ডের সঙ্গে ওয়ার্নারের প্রত্যক্ষ যোগ থাকার কারণে তাঁকে এক বছর নির্বাসিত করা হয়েছিল এবং আজীবন নেতৃত্ব দেওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এ বার সেই নির্বাসনই উঠে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ও গতিতে মার খাবে- ভারতের তারকা পেসারকে নিয়ে বড় সতর্কবার্তা আক্রমের
অ্যারন ফিঞ্চ একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, তাঁর পরিবর্তে ক্রিকেট অস্ট্রেলিয়া অধিনায়কের খোঁজ চালাচ্ছে। বয়সের কথা চিন্তা করে স্টিভ স্মিথ রাজি নন। টেস্ট অধিনায়কত্বের সঙ্গে বাড়তি দায়িত্ব নিতে চান না প্যাট কামিন্সও। আর মিচেল মার্শ তো সরাসরিই ‘না’ বলে দিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তা হলে কাকে ওয়ানডে অধিনায়ক বানাবে?
সেরা বিকল্প নিঃসন্দেহে ডেভিড ওয়ার্নার। ৩৫ বছরের তারকা বাঁ-হাতি ব্যাটসম্যান অধিনায়কত্ব করতে আগ্রহও দেখিয়েছেন। আর তাই ওয়ার্নারকে অধিনায়কের দায়িত্ব দিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার তাদের নিয়মে পরিবর্তন আনতে চলেছে বলে খবর। মনে করা হচ্ছে, নাটকীয় কিছু না ঘটলে ওয়ার্নারই হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার পরবর্তী ওয়ানডে অধিনায়ক।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া উড়ে গেলেন শামি, বুমরাহের বদলে T20 WC-এ নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন?
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার শৃঙ্খলাবিধি খতিয়ে দেখে তাতে বদল আনা হতে পারে। শুক্রবার বোর্ডের বৈঠকে সেই নিয়ে আলোচনা হবে। বোর্ডের চেয়ারম্যান লাচলান হেন্ডারসন ইঙ্গিত দিয়েছেন, দরকার হলে শৃঙ্খলাবিধি নতুন করে লেখা হতে পারে। তাঁর দাবি, ‘ডেভিড মাঠে নেমে ভালোই খেলছে এবং দলের জয়ে অবদান রাখছে। ওর নির্বাসন তুলতে গেলে আগে শৃঙ্খলাবিধি খতিয়ে দেখতে হবে এবং ঠিক করতে হবে আদৌ সেগুলো সংশোধন করা যায় কিনা। তবে দরকার পড়লে সেটা করা হতেই পারে।’
তিনি আরও বলেছেন, ‘যত দ্রুত সম্ভব আমরা এই কাজ করতে চাই। ভবিষ্যতে নেতৃত্বদানের কোনও ক্ষমতা ডেভিডের থাকবে কিনা, সেটা ঠিক করার জন্য এখনই সঠিক সময়।’
তবে বোর্ডের এথিক্স কমিশনার সাইমন লংস্টাফ বাধা দিতে পারেন। বোর্ডের একাংশের মতে, পরে ওয়ার্নারের ঘটনার পুনরাবৃত্তি হলে তখন তার দায় কে নেবেন? সিইও নিক হকলি বলেছেন, ‘দীর্ঘ দিন ধরে কেউ ভালো আচরণ করলে বা উন্নতি করলে সে ক্ষেত্রে নিয়মের বদল হতেই পারে।’
অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নেওয়ার বিষয়ে গত মাসেই আগ্রহ দেখিয়েছিলেন ওয়ার্নার। ফিঞ্চের জায়গায় নেতৃত্ব নেবেন কি না, জিজ্ঞেস করা হলে তিনি সরাসরিই বলেছিলেন, ‘আমার ফোন আছে। বোর্ড চাইলে কথা বলতে পারে। আমিও খুশি মনে কথা বলতে বসতে রাজি।’
For all the latest Sports News Click Here