মলদ্বীপে লুকিয়ে একান্তে ছুটি কাটাচ্ছেন রশ্মিকা-বিজয়? হাতে এল বড় প্রমাণ
মাসকয়েক ধরেই বিজয় দেবেরাকোন্ডা আর রশ্মিকা মন্দনার প্রেমের চর্চা চারপাশে। যদিও এর আগে দুজনেই তা অস্বীকার করেছেন। তবে হালফিলের প্রমাণ বলছে দক্ষিণের এই সুপারহিট জুটি এখন জমিয়ে ছুটি কাটাচ্ছেন একসঙ্গে। তাও মলদ্বীপে।
আসলে শুক্রবার মিনিটখানেকের ব্যবধানে মুম্বই এয়ারপোর্টে দেখা মেলে রশ্মিকা আর বিজয়ের। তখন থেকেই রটে গিয়েছিল একসঙ্গে ছুটি কাটাচ্ছেন তাঁরা। তবে ধারণা আরও বদ্ধমূল হয় যখন রশ্মিকার শেয়ার করা ছবি সামনে আসে। এই দুই তারকাকে নেটপাড়া একসঙ্গে নাম দিয়েছে ViRosh। আপাতত টুইটারেও ট্রেন্ড করছে ভাইরোশ।
এক অনুরাগী টুইটারে লিখলেন, বলিউড তারকাদের প্রিয় এই আইল্যান্ডে একসঙ্গেই আছেন রশ্মিকা আর বিজয়। আর প্রমাণ দিয়েছে একটা কালো সানগ্লাস। যেটা বিজয়কে পরতে দেখা গিয়েছিল এয়ারপোর্টে, সেটাই রশ্মিকার চোখে মলদ্বীপে সুইমিং পুলের ধারে। সোশ্যাল মিডিয়ায় এখনও কোনও ছবি শেয়ার করেননি বিজয়। রশ্মিকা শেয়ার করে নিয়েছেন তাঁর সানকিসড লুক। দেখা যাচ্ছে ফ্লোরাল ম্যাক্সি ড্রেস পরে ব্রেকফাস্টের প্ল্যাটারের সামনে বসে আছেন এই দক্ষিণের সুন্দরী।
দিনকয়েক আগে এক সাক্ষাৎকারে রশ্মিকা প্রসঙ্গে বিজয়কে বলতে শোনা গিয়েছিল, ‘যখন বিষয়টা প্রথমে এরকম প্যাঁচালো হয়ে পড়েছিল তখন আমরা ইন্ডাস্ট্রিতে নতুন। এইসব ব্যাপার নিয়ে আমাদের কোনও ধারণাই ছিল না। তখন আমরা একে-অপরের সঙ্গে সিরিয়াস হয়ে কথাও বলেছিলাম এটা নিয়ে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সমস্তরকম গুজবের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছি। রশ্মিকাকে নিয়ে কোনও জবাবদিহি করার প্রয়োজন আমি বোধ করি না। যখনই আমাদের দেখা হয়, বা কোনও কারণে কথা হয়, আমরা নিজেদের মধ্যেও এই নিয়ে ঠাট্টা করি।’
For all the latest entertainment News Click Here