প্রয়াত ‘বম্বে টু গোয়া’ খ্যাত কমেডিয়ান-অভিনেতা পরাগ, হৃদরোগই কেড়ে নিল প্রাণ
কমেডিয়ান পরাগ কানসারা প্রয়াত। কৌতুক অভিনেতা সুনীল পাল বুধবার ইনস্টাগ্রাম পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান তিনি। প্রয়াত কৌতুক অভিনেতার সঙ্গে কাটানো সময়ের কথা স্মরণ করেছেন সুনীল। কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছিলেন পরাগ কানসারা।
সুনীল শেয়াপ করা ভিডিয়োতে জানিয়েছেন, ‘নমস্কার বন্ধুরা! আরেকটি দুঃসংবাদ। আমাদের মন ভেঙে গিয়েছে। লাফটার চ্যালেঞ্জের আমাদের ষষ্ঠ সঙ্গী পরাগ কানসারা প্রয়াত। তিনি স্রোতের বিপরীতে চলা একজন ব্যক্তিত্ব। জিনিসগুলিকে অন্যভাবে ভাবতেন এবং আমাদের হাসাতেন। তাঁর পরিবার? এ বিষয় কিছু এখনও জানিনা আমি।’ আরও পড়ুন: জেনিফার, শাকিরার পর এবার কাতার বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করবেন ‘দিলবার’ নোরা
পরাগ এবং তার কাজের কথা স্মরণ করে সুনীল বলেন, ‘পরাগের সঙ্গে আমার স্মৃতিগুলি তাজা। তিনি আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন। আমি তাঁর সঙ্গে বম্বে টু গোয়া, ভাবনাও কো সমঝো সিনেমা করেছি। আমরা একসঙ্গে শত শত টিভি শো এবং হাজার হাজার লাইভ শো করেছি। তিনি একজন মহান শিল্পী ছিলেন – গুজরাটি ছিল তাঁর মাতৃভাষা এবং তিনি ভাদোদরায় থাকতেন। সার্কাসেও কাজ করেছেন। তাঁর আত্মার জন্য এবং তাঁর পরিবারের জন্য প্রার্থণা করুন।’ আরও পড়ুন: Yuvaan: ঢাক বাজা, কাঁসর বাজা, উলু দে.. বিজয় দশমীতে ট্রেন্ডে গা ভাসালো রাজ-পুত্র ইউভান
সুনীল তাঁর ভিডিয়োতে প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব সম্পর্কেও কথা বলেছেন। তিনি আরও বলেন, ‘সেরা কৌতুক অভিনেতা, কমেডির স্তম্ভ চলে যাচ্ছে। আমরা সবেমাত্র রাজু শ্রীবাস্তবকে হারিয়েছি এবং আমরা এখনও তাঁর মৃত্যুকে মেনে নিতে পারিনি। আমরা এখনও তার কৌতুক মনে করি এবং হাসি। সত্যি কথা হলো তিনি শারীরিকভাবে আমাদের সঙ্গে নেই।’
সুনীল ঈশ্বরের কাছে বিশ্বের কৌতুক অভিনেতাদের বাঁচানোর জন্য অনুরোধ করেছেন এবং প্রত্যেককে নিজের পাশাপাশি তাঁদের চারপাশের মানুষের যত্ন নেওয়ার জন্য অনুরোধ করেছেন।
For all the latest entertainment News Click Here