আবারও বাবা হলেন রাহানে, দশমীর সকালেই জন্ম পুত্রসন্তানের
শুভব্রত মুখার্জি: গোটা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে উৎসবের আমেজ। একদিকে দুর্গাপুজোতে মেতেছিল পশ্চিমবঙ্গ-সহ সমস্ত দেশের বাঙালিরা। আর অন্যদিকে ছিল নবরাত্রির আনন্দ। এমন আবহেই অজিঙ্কা রাহানের ঘরে আবির্ভাব হল নতুন সদস্যের। রাহানে দম্পতির ঘর আলো করে এলেন তাদের দ্বিতীয় সন্তান। এই কথাটি তাদের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন রাহানে দম্পতি।
রাহানে দম্পতির একটি পুত্র সন্তান হয়েছে। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে রাহানে লিখেছেন ‘আজ সকালেই আমি এবং রাধিকা (রাহানে পত্নী) আমাদের পুত্র সন্তানকে এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি। রাধিকা এবং আমাদের সন্তান দুজনেই ভালো আছে। সুস্থ সবল রয়েছে। আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য।’
টেস্ট ফর্ম্যাটে বেশ কিছুদিন হল ভারতীয় সিনিয়র ক্রিকেট দল থেকে বাদ পড়েছেন অজিঙ্কা রাহানে। তার ব্যাটে রানের ধারাবাহিকতার অভাবের কারণেই তাকে বাদ পড়তে হয়েছিল। সম্প্রতি তার নেতৃত্বে পশ্চিমাঞ্চল দিলীপ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে অবশিষ্ট ভারতীয় একাদশকে হারিয়ে। ২০২২ সালের আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলার সময়তে চোট পেয়েছিলেন। সেই কারণে তাকে বেশ কিছুদিন ২২ গজের বাইরে থাকতে হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া দিলীপ ট্রফিতেও তিনি একটি দ্বিশতরানের ইনিংস খেলেন। তবে এই ইনিংসটি ছাড়া তার ব্যাটে সেইভাবে রান ছিল না। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ও মুম্বই দলের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে রাহানের। উল্লেখ্য কয়েক বছর আগেই রাহানে দম্পতির একটি কন্যা সন্তানও হয়েছিল।
For all the latest Sports News Click Here