প্রসেনজিৎ থেকে মিমি, মহাষ্টমীর সকাল কেমন কাটল তারকাদের
সোমবার মহাষ্টমী সক্কাল সক্কাল অঞ্জলি থেকে সন্ধিপুজো— পুজোর এই দিনটাকে ঘিরে উন্মাদনা থাকে দেখার মতো। অষ্টমীর জন্যই সেরা সাজটা তুলে রাখেন অনেকে। কারও কারও আবার এই একটি দিনকে ঘিরেই থাকে অগুনতি পরিকল্পনা। অষ্টমীতে তারকারা কে কেমন সাজলেন? কী-ই বা পোস্ট করলেন নেটমাধ্যমে? এক ঝলকে দেখে নেওয়া যাক।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ তিনি। উইকিপিডিয়া বলছে, দিন দুয়েক আগেই পা রাখলেন ষাটে। তবে পুজোকে ঘিরে তার উন্মাদনা এখনও অমলিন। অষ্টমীর সকালে হালকা পাঞ্জাবিতে সেজে উঠলেন ‘বুম্বাদা’। মণ্ডপে দাঁড়িয়ে ঢাক বাজালেন মনের আনন্দে। আর তাঁকে দেখেই আরও একবার মুগ্ধ অনুরাগীরা।
মিমি চক্রবর্তী
নামের পাশে ‘তারকা’ তকমা জুড়ে গিয়েছে অনেক আগেই। কিন্তু চেনা মানুষদের কাছে মিমি চক্রবর্তী পাশের বাড়ির মেয়ে। মহাষ্টমীর পুষ্পাঞ্জলির জন্য দায়িত্ব নিয়ে সকলের মধ্যে ফুল বিতরণ করলেন সাংসদ অভিনেত্রী। একটি গোলাপি রঙের শাড়ি এবং ভারী গয়নায় সেজে উঠেছিলেন তিনি। অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ মহাষ্টমী। সবার পুজো ভালো কাটুক।’
দেবলীনা কুমার
মহাষ্টমীতে লাল রঙা শাড়িতে সেজে উঠেছেন দেবলীনা কুমার। নিজের পাড়া অর্থাৎ ত্রিধারাতেই পুজো কাটান অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী। অষ্টমীর সকালেও ছিলেন সেখানেই। দেবলীনার কথায়, ‘ত্রিধারার মণ্ডপটাই আমার কাছে সব কিছু। ছোটবেলায় ওখানে বেলুন নিয়ে খেলতাম। এখন আড্ডা দিই। পার্থক্য এইটুকুই!’
For all the latest entertainment News Click Here