সিঙ্গাপুর গ্রাঁপিতে ভয়াবহ দুর্ঘটনা, আগুন ধরে গেল পিয়েরে গ্যাসলির গাড়িতে
শুভব্রত মুখার্জি: গ্রাঁপি রেসিংয়ে স্বাভাবিকভাবেই রেসিং ট্র্যাকে গতির ঝড় তোলেন ড্রাইভাররা। ফর্মুলা ওয়ানে এতটাই বেশি গতি থাকে যে তা মাঝে মধ্যে ভয়ের কারণ হয়ে ওঠে। জীবনকে বিপদের সম্মুখীন করে তোলে। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যেমনটি ঘটেছিল ব্রাজিলীয় ড্রাইভার আয়ারটন সেনার ক্ষেত্রে। সেই ভয়াবহ ঘটনার কথা আরেকবার উস্কে দিল সিঙ্গাপুর গ্রাঁপির একটি ঘটনা। যেখানে আগুন পর্যন্ত ধরে গেল পিয়েরে গ্যাসলির গাড়িতে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে।
তবে ভাগ্য ভালো দুর্ঘটনাটি মূল রেসিংয়ের সময় ঘটেনি। অনুশীলন চলার সময়তেই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা। আলফা তাউরির ড্রাইভার পিয়েরে গ্যাসলি এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। ফরাসি এই ড্রাইভার পিট লেনেই দুর্ঘটনার শিকার হন। দাউদাউ করে আগুন ধরে যায় তার গাড়িতে। আগুনের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। সঙ্গে সঙ্গে মেকানিকরা আগুন নেভানোর কাজে হাত লাগান। কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে তাদের তৎপরতার ফলে।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই গ্যাসলি গাড়ি থেকে বেরিয়ে আসতে সমর্থ হন। ফর্মুলা ওয়ানের তরফে ঘটনার ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল। ভয়াবহ ঘটনার ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন সকলেই। টুইটে লেখা হয় ‘পিট লেনে এফ২’-এ পিয়েরে গ্যাসলির জন্য ভয়াবহ ঘটনা। ফরাসি ড্রাইভার ককপিট থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। ওর চোট লেগেছে। আলফা তাউরির গাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায়।’ তবে ঘটনা ঠিক কী কারণে ঘটেছে তা অবশ্য জানানো হয়নি দলের তরফে। যদিও গ্যাসলি সঠিকভাবে তার অনুশীলন সম্পন্ন করেন। তবে তার সতীর্থ ইউকি সুনোডা সঠিকভাবে অনুশীলন শেষ করতেই পারেননি।
সুনোডার গাড়ির জ্বালানির পাইপে সমস্যা দেখা দেওয়ার ফলে এই সমস্যা হয়। দ্বিতীয় অনুশীলনে ফেরারির দুই ড্রাইভার এক এবং দুই নম্বরে শেষ করেন। একে শেষ করেন কার্লোস সেঞ্জ, দুইয়ে শেষ করেন চার্লস লেকলার্ক। তবে অনুশীলনে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি রেড বুলের মার্ক ভারস্ট্যাপেন। রবিবার যদি মার্ক সিঙ্গাপুর গ্রাপিতে জেতেন তবে এই মরশুমের ফর্মুলা ওয়ানের খেতাব তিনিই জিতবেন। কোয়ালিফাইং রাউন্ডে তিনি চতুর্থ স্থানে শেষ করেন।
For all the latest Sports News Click Here