টি-২০তে ১ম ভারতীয় ব্যাটার হিসেবে ১১০০০ রান করার নজির বিরাট কোহলির
শুভব্রত মুখার্জি: বিরাট কোহলি মানেই আলাদা এক উন্মাদনা, উত্তেজনা। মাঝের প্রায় বছর তিনেক তার ব্যাটে চলছিল রান খরা। তা কাটিয়ে ওঠার এশিয়া কাপ থেকেই ফর্মে ফিরেছেন তিনি। তার ব্যাটের রানের ধারাবাহিকতাকে তিনি ধরে রাখলেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর সেই সঙ্গেই গড়ে ফেললেন এক অভিনব নজির। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-২০তে এগারো হাজার রান করার নজির গড়ে ফেললেন তিনি।
এদিনও ব্যাটার বিরাটকে বেশ ভালো ছন্দে ব্যাট করতে দেখা গিয়েছে। বেশ আক্রমণাত্মক ঢঙে ব্যাট করেন তিনি। প্রথমে সূর্যকুমার যাদব যখন মারকুটে ব্যাট করছিলেন তখন কিছুটা ধরে খেলেন। এরপরেই খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। রাবাদা, এনআইডি, নরখিয়াদের পিটিয়ে একবারে ছাতু করে দেন তিনি। ২৮ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ৭টি চার হাকানোর পাশাপাশি হাকান ১টি বিরাট ছক্কাও। তার স্ট্রাইক রেট ছিল ১৭৫। সূর্যকে সঙ্গী করে এদিন ১০২ রানের জুটি গড়েন বিরাট। সূর্য আউট হয়ে গেলেও এদিন ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করেন বিরাট।
বিরাটের এই ফর্মে ফেরা ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য নিঃসন্দেহে ভালো খবর। সামনেই রয়েছে অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপ। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে খারাপ ফল করার পরে আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করে দেখাতে মরিয়া ভারত। তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় বিরাটের ফর্মে ফেরা। এশিয়া কাপে তার কাধের উপর থেকে নেমে গিয়েছে বিরাট চাপের বোঝা। ১০২০ দিন পরে তিনি তার ৭১তম আন্তর্জাতিক শতরান করতেও সক্ষম হয়েছিলেন। হংকঙের বিরুদ্ধে ৬১ বলে খেলেছিলেন ১২২ রানের অপরাজিত একটি অনবদ্য ইনিংস। রোহিত শর্মা ইতিমধ্যে বলেও দিয়েছেন দলের তৃতীয় ওপেনার বিরাট। রোহিতের যা ইঙ্গিত তাতে করে অস্ট্রেলিয়াতে বিশ্বকাপে বিরাটকে দিয়ে প্রয়োজন ইনিংস ওপেনও করানো হতে পারে।
For all the latest Sports News Click Here