মমতার ‘টাকডুমাডুম’-এ কোমর দোলালো উর্মি-রিনিরা,মুখ্যমন্ত্রীর বক্তব্যে ভাইরাল নাচ!
বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে হেরিটেজ তালিকায় জায়গা দেওয়ায় ইউনেস্কো-কে ধন্যবাদ জানিয়ে সেপ্টেম্বরের শুরুতেই শহর কলকাতায় বর্ণাঢ্য মিছিল ও রেড রোডে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। ১লা সেপ্টেম্বরের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী চেনা মেজাজে বক্তব্য রাখে। সেই বক্তব্যের একটি অংশ রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ট্রেন্ডিং সেই বক্তব্যে নানান রিল ভিডিয়ো বানাচ্ছেন নেটিজেনরা। এবার সেই ট্রেন্ডে পা মেলালো জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ পরিবার।
মেকআপ রুমে আড্ডার ফাঁকে মমতার বলা ‘আজ থেকে পুজো শুরু হয়ে গেল’ সংলাপের তালে তালে নাচলেন উর্মি-রিনিরা। ঠিক কী বলেছিলেন মমতা? ‘আজ থেকে পুজো শুরু হয়ে গেল। ঢাকের বাদ্যি শুরু হয়ে গেল।… টাকডুমাডুম, টাকডুমাডুম, টাকডুমাডুম… ডুম, মা দুর্গা ঘরে এসেছে তাই তো এতো ধুম’।
টুকাই বাবুর মেজোমা, চিরশক্রু রিনি-র সঙ্গে উর্মি নিজে জমিয়ে নাচল এই মজাদার রিলে। হু হু করে বাড়ছে এই ভিডিয়োর ভিউ সংখ্যা। এটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। ফ্যানেরা তো হেসেখুন ‘এই পথ যদি না শেষ হয়’ পরিবারের এই মজাদার কাণ্ড দেখে। অনেকেই লিখেছেন, ‘শেষে তোমরাও’। কেউ আবার লিখছেন, ‘এটা কী ছিল?’
আরও পডুন- ‘শ্রাবন্তীর সঙ্গে বুম্বাদার মিল কোথায়?’, বং গাইয়ের প্রশ্ন শুনে মারতে গেল দেব!
কিছুদিন আগেই সামনে এসেছে মুখ্যমন্ত্রীর পুজোর অ্যালবাম। সেই অ্যালবামে মোট সাতটি গান রয়েছে যার অন্যতম ‘টাক ডুমাডুম’। ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, সেদিনের অনুষ্ঠানে এই গানে পারফর্মও করেন সায়ন্তিকা-শুভশ্রীরা।
For all the latest entertainment News Click Here