‘লড়াই’-এর পর ফের একবার জুটি বাঁধছেন! পরমব্রতর প্রযোজনায় নতুন ছবিতে প্রসেনজিৎ
৩০ বছরেরও বেশি সময় ধরে টলিউডের সঙ্গে যুক্ত প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। বর্তমানে তাঁকে সবাই ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ বলেই চেনে। দেবের সঙ্গে জুটি বেঁধে ৩০ সেপ্টেম্বর আসছে প্রসেনজিতের ‘কাছের মানুষ’। এই মুহূর্তে নতুন ছবির প্রচারে দারুণ ব্যস্ত অভিনেতা। পুজোর দর্শকের ‘কাছের মানুষ’ হয়ে হাজির হবেন।
এরই মধ্যে টলিউডে কান পাতলে জোর গুঞ্জন, পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনায় পর্দায় হাজির হতে পারেন প্রসেনজিৎ। পরমব্রতর প্রযোজনা সংস্থা ‘রোডশো ফিল্মস’-এর হয়ে নতুন ছবি জন্য চুক্তি করেছেন তিনি। ছবির পরিচালনায় রাজা চন্দ। এর আগে ‘লড়াই’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন পরমব্রত আর প্রসেনজিৎ। সেই ছবিতে পরিচালকের আসনে ছিলেন পরমব্রত। আরও পড়ুন: পঞ্চমী পর্যন্ত শ্যুটিং, মনের মানুষের সঙ্গে এই প্রথম পুজো! আর কী প্ল্যান রূপসার?
খোঁজ নিয়ে জানা যায়, প্রাথমিক পর্যায় কথাবার্তা হয়েছে। কোনও কিছুই চূড়ান্ত হয়নি। পুজোর পরে শ্যুটিং শুরু হতে পারে। পরমব্রত প্রযোজিত রাজা চন্দর পরিচালিত এই ছবিতে কোন চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ? তা অবশ্য জানা যায়নি। আরও পড়ুন: অষ্টমীতে অঞ্জলি, জমিয়ে পেটপুজো, রাত জেগে ঠাকুর দেখা! সঙ্গে ব্লগিংও করবেন সায়ক
অন্যদিকে, ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধে আসছে অভিনেকার আগামী ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। পরিচালনায় সম্রাট শর্মা। এই ছবি নিবেদন করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিতে দেখা যাবে নতুন মুখ। এই ছবিতে ক্যামিও চরিত্রে দুজনে অভিনয়ও করবেন, এমনটাই সম্ভাবনা। যদিও এই নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি।
For all the latest entertainment News Click Here