IPL 2021: মাঠে ফিরছে দর্শক, ইডেনের গর্জন আমিরশাহিতে শুনতে চান ম্যাককালাম ও মর্গ্যান
২০২১ আইপিএল-এর প্লে অফে ওঠার রাস্তা বর্তমানে কঠিন হয়ে গেছে নাইটদের সামনে। কারণ প্রথম পর্বের শুরুটা আশানুরূপ করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। প্রথম পর্বের সাতটা ম্যাচের মধ্যে মাত্র ২টো ম্যাচ জিতেছে কেকেআর। বর্তমানে লিগ তালিকায় সাত নম্বরে রয়েছে তারা। সাত ম্যাচের শেষ তাদের পয়েন্ট মাত্র। প্রথম পর্বে দলের খারাপ খেলা নিয়ে এ বার মুখ খুললেন কলকাতার কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
দলের অফিসিয়াল ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাককালাম বলেন, ‘আইপিএল-এর আসন্ন পর্বে আমরা এটা কাটিয়ে উঠব। আমরা আমাদের মত খেলব এবং এখন যেই পরিস্থিতিতে রয়েছি সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারব। একে অপরকে ভালো খেলার চ্যালেঞ্জ করতে হবে, মাঠে একসঙ্গে খেলতে হবে। এতে সবার মধ্যেকার সেরাটা বেরিয়ে আসবে। আমরা জানি এটা আমরা করতে পারব।’ প্রথম পর্বে খারাপ ফলের কারণ হিসেবে ব্র্যান্ড ম্যাককালাম মনে করেন, দলের ভয়টাই আসল কারণ। ম্যাককালাম বলেন, ‘ভয়ের জন্য কিছুটা ঘাবড়ে গিয়েছিল দল।’ কিন্তু দুবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর খুব তাড়াতাড়িই এটা কাটিয়ে উঠবে বলে মনে করেন তিনি।
আবার আইপিএল-এর আসরের গ্যালারিতে থাকবে দর্শক। সমর্থকদের মাঠে ফেরায় বেশ উত্তেজিত কলকাতার দলের অধিনায়ক ইয়ন মর্গ্যান। তিনি জানান, ‘এই বছর আইপিএলে ভক্তদের ফিরে পেয়ে অবিশ্বাস্যভাবে উত্তেজিত রয়েছি। ইডেন গার্ডেনে কেকেআর ভক্তদের সেই গর্জন বহু দিন হল শুনতে পাইনি। দুর্ভাগ্যক্রমে, এটি বাড়িতে হবেনা, তবে আমি সংযুক্ত আরব আমিরশাহিতে এটি শোনার জন্য আর অপেক্ষা করতে পারছিনা।’
২০ সেপ্টেম্বর ১৪তম আইপিএল-এর দ্বিতীয় পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামবে কলকাতা। তার আগে দর্শক নিয়ে বলতে গিয়ে দলের কোচ ম্যাককালাম বলেন, ‘এটা দারুণ একটা বিষয়। আমরা ভক্তরা ফিরে আসা নিয়ে কথা বলছিলাম। এখন আমরা জানি যে তারা আমাদের সঙ্গে থাকবে, এটা অসাধারণ। আশাকরি সমস্ত স্টেডিয়াম কেকেআর ভক্তরা ভরিয়ে তুলবেন। আমরা অবশ্যই তাদের সমর্থন ব্যবহার করতে পারি। আমাদের সামনে একটি বড় কাজ রয়েছে এবং আমরা যখন আমাদের ভক্তদের সমর্থন পাবো তখন আমরা অবশ্যই সফল করব। সুতরাং, আশা করি আমরা সংযুক্ত আরব আমিরশাহিতে প্রচুর পরিমাণ সমর্থন পাব।’
For all the latest Sports News Click Here